রাজশাহীর বাঘায় রং, চিনি, চুন, ডালডা, ফিটকিরিসহ অস্বাস্থ্যকর উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ছয়টি কারখানাকে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব-৫ ও রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে অস্বাস্থ্যকর ও নিম্নমানের ভেজাল গুড় প্রস্তুত করার অপরাধে লালন গুড় কারখানার মালিক মো. লালন আলীকে (৩৫) ৪০ হাজার, জয়নাল গুড় কারখানার মালিক জয়নাল আবেদীনকে (৩৫) এক লাখ, পলাশ গুড় কারখানার মালিক মো. পলাশকে (২৭) ২০ হাজার, মিনা রাণী গুড় কারখানার মালিক শ্রী মিনা রাণী মন্ডলকে (৩০) ৪৫ হাজার, সবুজ গুড় কারখানার মালিক মো. সবুজ আলীকে (৩৩) ২০ হাজার ও রকি গুড় কারখানার মালিক মো. রকি আহমেদকে (২৪) ২০ বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে পঁচা লালি গুড় ১৬ হাজার ১১০ কেজি, পাটালি গুড় ৫ হাজার ৪৮০ কেজি, লালিগুড় ২ হাজার ১০০ কেজি, হাইড্রোজ ২৯ কেজি, চুন ২৮ কেজি, ফিটকিরি ২৮ কেজি, চিনি ১২০০ কেজি, ডালডা ২০ কেজি ও ভেজাল রং ৯ কেজি উদ্ধার করা হয়।
জব্দ অস্বাস্থ্যকর ও নিম্নমানের ভেজাল গুড় এবং তা তৈরির আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনসাধারণের সম্মুখে ধ্বংস করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করুন