হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী এস এম টিপু সুলতান।তিনি উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে রয়েছেন। এ ছাড়া কয়েকটি সংবাদমাধ্যমের কর্মী তিনি।
জানা গেছে, আগামী মার্চ বা এপ্রিল মাসের শুরুতে বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। টিপু সুলতানও ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। নিজ উদ্যোগে উপজেলার অসহায় মানুষদের সহায়তা করছেন। আশপাশের মানুষদের বিপদে সহযোগিতা করছেন। এ ছাড়া ডিজিটাল পোস্টারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থী হওয়ার ইচ্ছার বিষয়টি জানান দিচ্ছেন।
এতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে এখন পর্যন্ত সম্ভাব্য কয়েকজন প্রার্থীর মধ্যে স্থানীয় রাজনীতিতে আলোচনায় রয়েছেন এ সাংবাদিক।
টিপু সুলতান জানান, তিনি দীর্ঘ এক যুগ জাতীয় ও স্থানীয় পত্রিকার বিভিন্ন পদে কাজ করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি, দৈনিক খোলা চোখ (অনলাইন) পত্রিকার সম্পাদক ও প্রকাশক, স্থানীয় পত্রিকা দৈনিক তরফ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। এ ছাড়া তিনি উপজেলা মডেল প্রেসক্লাব বাহুবলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে তিনি বলেন, সাংবাদিকতার খাতিরে আমি দীর্ঘদিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। আমি যেহেতু উপজেলায় অবস্থান করি, তাই আমার জানা আছে জনগণের বরাদ্দ কীভাবে জনগণের হাতে পৌঁছাতে হয়। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষ আমাকে নির্বাচিত করবে এটাই আমার বিশ্বাস। নির্বাচিত হতে পারলে বাহুবল একটি স্মার্ট উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বিগত দিনে যারা বাহুবল থেকে ভাইস চেয়ারম্যান হয়েছেন, তাদের কোনো কাজ চোখে পড়ার মতো নয়। আমি উপজেলার সাতটি ইউনিয়নের মানুষের কাছে দোয়া প্রার্থী।
মন্তব্য করুন