কক্সবাজেরের উখিয়া উপজেলার নিকটবর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের এক উপজাতি নাগরিককে আটকের ৪ ঘণ্টা পর পুশব্যাক করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম রেজুআমতলী বিওপির বিশেষ টহল দল তাকে আটক করে পুশব্যাক করে।
আটক মিয়ানমার নাগরিকের নাম মংপ্রুশি মারমা (২০) মিয়ানমারের মংডু জেলার মংডু উপজেলাধীন থুয়াংচি মারমার ছেলে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধীন সীমান্ত ৩৯ নম্বর পিলার এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে রেজু মগপাড়া ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।
উল্লেখ্য, সকাল ১১টা ৫৫ মিনিটের সময় আটককৃত মিয়ানমার নাগরিককে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাইশফাঁড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৭ এলাকার আমবাগান দিয়ে মিয়ানমার অভ্যন্তরে পুশব্যাক করা হয় বিকেলে।
এদিকে বিজিবি দাবি করেছেন, তারা মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশসহ যাবতীয় সকল বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে।
মন্তব্য করুন