লক্ষ্মীপুর জেলার কুখ্যাত ডাকাত সর্দার হিসেবে পরিচিত মো. সুমন।সংঘবদ্ধ ডাকাতি, হত্যা, এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে লক্ষ্মীপুর জেলার সদর থানা ও নোয়াখালী জেলার চাটখিল থানায় তার বিরুদ্ধে রয়েছে ৭টি মামলা।
মামলায় পরোয়ানা জারি হলে গ্রেপ্তার এড়াতে নোয়াখালী ছেড়ে পালিয়ে যান চট্টগ্রামে। তবে শেষ রক্ষা হলো না, ধরা পড়তে হয়েছে র্যাবের হাতে।
রোববার (২৮ জানুয়ারি) র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
শনিবার (২৭ জানুয়ারি) তাকে গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী থানার রৌফাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মো. সুমন নোয়াখালীর চাটখিল থানার মৃত আবুল হোসেনের ছেলে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার কালবেলাকে বলেন, নোয়াখালী জেলার চাটখিল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন