চাঁদপুর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা, সদস্য, জেলা কারাগারের কর্মকর্তা কারারক্ষী এবং আনসার কর্মকর্তা ও সদস্যগণের অংশগ্রহণে ‘উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয়’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অধীন চাঁদপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম। জাতীয় ও আন্তর্জাতিক চক্র দেশের যুব সমাজকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদ ও জঙ্গিবাদে সম্পৃক্ত করে দিচ্ছে। যে কারণে মাঝেমধ্যেই দেশের মধ্যে জঙ্গিবাদের মতো ঘটনা ঘটছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এলেও নির্মূল করা সম্ভব হয়নি। সবাইকে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে।
মন্তব্য করুন