লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০২:৩৪ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, আতঙ্কে বাসিন্দারা

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারাজের গেট খুলে দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারাজের গেট খুলে দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি আবারও বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

এদিকে দ্বিতীয় দফায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়ি ও রাস্তাঘাটে পানি ঢোকায় গবাদিপশু নিয়ে বিপদে আছেন তিস্তাপাড়ের মানুষ।

শনিবার (৮ জুলাই) সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তার পানি কমে সকাল ৯টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, সকাল ৬টায় বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তার পানি কমতে শুরু করে।

এদিকে তিস্তায় পানি বেড়ে যাওয়ায় আবারও লালমনিরহাটের পাঁচ উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়িতে পানি ঢোকে।

তিস্তার পানি বেড়ে যাওয়ায় জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ফকিরপাড়া, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর,বাঘের চর, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী ও সদর উপজেলার ফলিমারীর চর খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকছে। এতে রাস্তাঘাট তলিয়ে গিয়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

চর সিন্দুর্নারের বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, তিস্তা নদীর পানি রাত থেকে বাড়ছে। চরের ঘরবাড়িতে পানি প্রবেশ করছে। চলাচলের রাস্তাঘাট তলিয়ে গেছে।

সিন্দুর্না ইউনিয়নের ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মফিজার রহমান বলেন, তিস্তায় গত চার দিন কোনো পানি ছিল না। হঠাৎ রাত থেকে পানি বাড়ছে। এতে নদীপাড়ের মানুষ আতঙ্কিত।

হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, প্রথম দফায় বন্যার পর দ্বিতীয় দফায় গড্ডিমারির পাঁচটি ওয়ার্ডের ঘরবাড়িতে আবারও পানি প্রবেশ করছে। এলাকায় বন্যা দেখা দিয়েছে। তিস্তাপাড়ের লোকজনের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে জেলার ৫ উপজেলায় নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি ঢুকেছে। জরুরি প্রয়োজনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে দেশে পাঠাল ইসরায়েল

বিসিবি নির্বাচনকে ‘জালিয়াতি’ বললেন ইশরাক, দিলেন কঠোর হুঁশিয়ারি

কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে ‘সেফ এক্সিট’ নিয়ে ভাবছেন : সারজিস

২ লাখ টাকা ছাড়াল স্বর্ণের দাম

সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল কারাগারে 

প্রকৃতির গহিনে হারিয়ে যাওয়া আমাদের কয়েকটা দিন

আ.লীগ নেতা চন্দনের পাসপোর্ট জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিসিবির সহসভাপতি পদে নির্বাচিত হলেন যারা

ভয়ঙ্কর রূপে তিস্তা, ১৫ হাজার পরিবার পানিবন্দি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার

১০

পরমাণু কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান সাফ জানিয়ে দিল ইরান

১১

দুশ্চিন্তা ঘুচিয়ে সোহেল-লামিয়ার ঘরে এলো পাঁচ সন্তান

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি বুলবুল

১৩

মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ, আদালতে দীপু মনির প্রশ্ন 

১৪

জনমুক্তির ধারাবাহিক আলোচনা / ‘বাংলাদেশের সাংস্কৃতিক বোঝাপড়া’র প্রথম পর্ব অনুষ্ঠিত

১৫

বিএনপির সেই নেতার ইচ্ছা পূরণে ভার্চুয়ালি সাক্ষাৎ করলেন তারেক রহমান

১৬

নতুন কৌশলে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করছে প্রতারকরা

১৭

বিবিসি সাক্ষাৎকারে অন্যরকম তারেক রহমান

১৮

অন্তর্বাস থেকে কি আসলেই ক্যানসার হয়

১৯

বিসিবি নির্বাচনে কোন ক্যাটাগরিতে কত ভোট পড়ল?

২০
X