নারায়ণগঞ্জে খুন ও ডাকাতি মামলার পলাতক আসামিকে ৯ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৮ জানুয়ারি) রাতে ফতুল্লা শান্তি ধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. নোমান (২৭)। তিনি ফতুল্লা শান্তিধারা এলাকার মো. আব্দুর রব বেপারীর ছেলে।
র্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) কাজী শাহাবুদ্দিন আহম্মেদ রোববার রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১৫ সালের ৩ আগস্ট রাতে ব্যবসায়ী নুরুল ইসলাম (৪০) উৎসব পরিবহনের একটি বাসে করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ফিরছিলেন। পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার মাহমুদপুর এলাকায় পৌঁছলে একটি সংঘবদ্ধ ডাকাত দল বাসটি থামিয়ে ভুক্তভোগী নুরল ইসলামের ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে তাকে গুলি করে হত্যা করা হয়। পরে ৫ আগস্ট ফতুল্লা মডেল থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য করুন