কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারের ওপারে গোলাগুলি বন্ধ হলেও এপারে কাটেনি আতঙ্ক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উলুবুনিয়া এলাকার একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উলুবুনিয়া এলাকার একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তা সরকারের সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘর্ষে উখিয়া টেকনাফ সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২৮ জানুয়ারি) ঘুমধুম সীমান্তে এ ঘটনা ঘটে।

এদিকে ওপারে গোলাগুলি বন্ধ হলেও এপারে সীমান্তে বসবাসকারীদের মাঝে এখনো আতঙ্ক কাটেনি। এরই মধ্যে রোববার সীমান্তে মর্টাশেলের বিকট শব্দের পর নিরাপত্তাজনিত কারণে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন নিজ কার্যালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান।

এরইমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানানো হয়েছে। আর সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে।

বন্ধ ঘোষণা করা তুমব্রুর ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছৈয়দুর রহমান বলেন, রোববার দুপুরে মিয়ানমারের অভ্যন্তরে দুটি হেলিকপ্টার আকাশে মহড়া দেয়। ঠিক সেই মুহূর্তে বেশ কয়েকটি বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই আমরা। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তাজনিত কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জন্য অনুরোধ করা হলে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

এদিকে শনিবার (২৭ জানুয়ারি) মিয়ানমারে ছোড়া গুলি বাংলাদেশের অভ্যন্তরে আসার পর রোববার কক্সবাজার ও বান্দরবান জেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এ সময় বিজিবির সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

উখিয়ার পালংখালীর বাসিন্দা গণমাধ্যম কর্মী নুরুল বশর বলেন, প্রায় সময় ওপারে গোলাগুলি এবং মর্টারশেলের বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। রোববার দুপুরে বটতলী এলাকায় লোহার কিছু ভাঙা অংশ এসে পড়ে। পরে পুরো সীমান্ত এলাকার বাসিন্দাদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, এগুলো মর্টারশেলের ভাঙা টুকরো।

টেকনাফ হোয়াইক্যং কাটাখালী এলাকার মো. ছৈয়দ বলেন, উলুবুনিয়ায় গুলি পড়ার পর সাধারণ মানুষ আতঙ্কে ঠিকমতো ঘুমাতেও পারছে না।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, সর্বশেষ ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক সহায়তা করে আমরা এখন অমানবিক সময় পার করছি। রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর ভয়ে আমরা এমনিতেই আতঙ্কের মধ্যে রয়েছি। এরই মধ্যে মিয়ানমারে প্রতিনিয়ত গোলাগুলির ঘটনায় স্থানীয়রা উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, মিয়ানমারের অভ্যন্তরে কী হচ্ছে তা বলা মুশকিল। এই ভালো তো একটু পরে খারাপ। এখন গুলির শব্দ শোনা যাচ্ছে না। কিন্তু বরাবরের মতো আমাদের আতঙ্ক কমছে না।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সীমান্তে আমাদের বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আতঙ্কিত না হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান তিনি।

৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছি আমরা। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমার নিজ দেশ শান্ত রাখতে বা বিদ্রোহ দমনে কী পদক্ষেপ নিবে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় টহল জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির মরদেহ জন্মভূমিতে না নেওয়ায় মর্মাহত এলাকাবাসী 

ফেরি থেকে নদীতে পড়ল ৫ যানবাহন, ৩ মরদেহ উদ্ধার

অস্ত্র–গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বুইস্যা গ্রেপ্তার

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

আ.লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম আটক

জুলাই শহীদের ভাইকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাত

নরসিংদীতে ‘আনোয়ারা সুলতানা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

হান্নান মাসউদকে হুমকি দেওয়া যুবক গ্রেপ্তার

৭ দিন বিদ্যুৎ বিল আদায় বন্ধ থাকবে যে এলাকায়

শিশু আয়েশা ও দীপু হত্যার প্রতিবাদে আলোক প্রজ্বলন

১০

‘আমি গিয়ে দেখি ওরা আমার ছেলেকে কোপাচ্ছে’

১১

চিংড়ি চাষিকে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৯

১২

বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো : হান্নান মাসউদ

১৩

পাখিশিকারিদের সামাজিকভাবে প্রতিহতের আহ্বান

১৪

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার চেয়ে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের আলটিমেটাম

১৫

জামায়াত আশ্রয় না দিলে রাস্তায় পড়ে থাকতে হতো : মেজর রঞ্জন

১৬

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুপার ফাইভ কমিটি ঘোষণা

১৭

লক্ষ্মীপুরে মাটির নিচে মিলল হালিশহর থানার লুটের পিস্তল

১৮

ঘেরের জমি নিয়ে বিরোধে খুন হন সাংবাদিক মিলন, ধারণা পুলিশের

১৯

কোস্ট গার্ডের অভিযানে আটক ৬

২০
X