পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পিরোজপুরে সাবেক চেয়ারম্যান হত্যায় বর্তমান চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ ও র‌্যাব-৬। ছবি : কালবেলা
সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ ও র‌্যাব-৬। ছবি : কালবেলা

পিরোজপুরের নেছারাবাদে সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ ও র‌্যাব-৬। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮।

র‌্যাব জানায়, বুধবার (৩১ জানুয়ারি) আনুমানিক রাত সাড়ে ১২টায় বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন এলাকা হতে মামলার প্রধান আসামি মিঠুন হালদারসহ (৪৪) তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপর আসামিরা হলেন- সুষময় হালদার, জালিস মাহমুদ, মো. আমিনুল ইসলাম। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় পিরোজপুরের নেছারাবাদের কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার এক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের জন্য নিজ বাড়ি থেকে রওনা করেন। কুড়িয়ানা বাজারের পশ্চিম প্রান্তে পৌঁছা মাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা মিঠুন হালদারের নেতৃত্বে ২৫-৩০ জন দলবদ্ধভাবে তার পথ রোধ করেন। এ সময় তাকে লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। মারধরের এক পর্যায়ে ভিকটিম নিস্তেজ হয়ে মাটিতে পড়ে থাকলে আসামিরা মৃত মনে করে চলে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তারপর তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী মালা মন্ডল (৪৫) বাদী হয়ে পিরোজপুরের নেছারাবাদ থানায় দণ্ডবিধি আইনে একটি মামলা দায়ের করেন। হত্যার সাথে জড়িত ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করেন। ওই ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব-৮ (সিপিএসসি ক্যাম্প) গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে। র‌্যাব-৮ এর বিশেষ গোয়েন্দা শাখা আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে র‌্যাব-৬ এর সহায়তায় বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুরের নেছারাবাদ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট বিষয়ে নতুন নির্দেশনা

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে বড় নিয়োগ

ম্যানেজার পদে চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

মিষ্টি ও জাঙ্কফুডের লোভ কমানোর ১১ সহজ উপায়

বিশ্বকাপের ‘টিকিট’ কেটে প্রথম প্রতিক্রিয়ায় যা জানাল স্কটল্যান্ড

ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র

ইসরায়েলে গেলেন ট্রাম্পের প্রতিনিধি, গাজা ইস্যুতে বৈঠক

প্রবল বাতাসে গ্রিনল্যান্ডে বিদ্যুৎ বিপর্যয়

ফেনীতে তারেক রহমানের সমাবেশে জনস্রোত, স্লোগানে উত্তাল সমাবেশস্থল

১০১ বছর বয়সে রাত জাগা, জাঙ্ক ফুডের অভ্যাসেও সুস্থ তিনি

১০

ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

১১

ঢাবিতে চাঁদাবাজি-উচ্ছেদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন 

১২

গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

১৩

বিএনপির ৩ নেতা  বহিষ্কার

১৪

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপির প্রার্থী

১৫

কালাই বড়িতেই ঘুরছে অর্থের চাকা, বদলাচ্ছে শত কারিগরের জীবন

১৬

মানবিক বাংলাদেশ গড়তে চান আমিনুল হক

১৭

ছাত্রদলের মিছিলে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়ল সায়দুল

১৮

জঙ্গল সলিমপুরে র‍্যাব হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও একজন

১৯

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, আমি জনগণের প্রতি দায়বদ্ধ : রবিন

২০
X