নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৪ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষায় অভিনব জালিয়াতি, ১৩ জনের কারাদণ্ড

পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত ডিভাইস। ছবি : কালবেলা
পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত ডিভাইস। ছবি : কালবেলা

নওগাঁ জেলার বিভিন্ন কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া একজনকে আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় কানের ভিতর বিশেষ কায়দায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল করাসহ অন্যান্য অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ জন চাকরি প্রার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুজনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

এদিন পরীক্ষা চলাকালীন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের এ দণ্ড প্রদান করেন। পরবর্তীতে কারাদণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিকেলে জেলা প্রশাসনের মিডিয়া সেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

জেলার মান্দা উপজেলার মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে কানের ভেতর বিশেষ কায়দায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল করার সময় তিন নিয়োগ পরীক্ষার্থীকে আটক করা হয়। পরবর্তীতে আত্রাইয়ের মো. রবিউল ইসলামকে ১০ দিনের কারাদণ্ড এবং দেলুয়াবাড়ির মো. মিঠুন ও চৌবাড়িয়ার মো. সুলতানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই উপজেলার শহীদ কামারুজ্জামান কেন্দ্র থেকে মো. নাইমুর রহমানকে ও টেক্সটাইল কেন্দ্র থেকে মো. মোস্তাফিজুর বিন আমিনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জারজিস আলমকে ১০ দিন, মো. ফজলে রাব্বি মন্ডলকে ১ মাস, মো. নুর আলমকে ৭ দিন, মো. জামাল উদ্দিনকে ১০ দিন, মো. আব্দুল্লাহ সাইরাফিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আনসার আলী নামের এক জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বদলগাছি উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নওগাঁ সদর থানার চক এনায়েত উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পাহাড়পুর জিএম হাই স্কুলকেন্দ্র থেকে ১ জনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে শহরের সরকারি বিএমসি মহিলা কলেজ কেন্দ্র থেকে ২ জনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক জানান, শুক্রবার জেলার বিভিন্ন কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলছিল। ওই নিয়োগ পরীক্ষায় উপরোক্ত চাকরিপ্রত্যাশীরা বিভিন্নভাবে অসদুপায় অবলম্বন করে। তাদের মধ্যে কয়েকজন কেন্দ্রের কক্ষে কানে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে মুঠোফোনে কেন্দ্রের বাইরে থেকে প্রশ্নের উত্তর শুনে খাতায় লিখছিল। এ সময় পরীক্ষা কেন্দ্রে ডিউটিরতদের সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় কানের ভেতরে লুকিয়ে রাখা ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করে নিয়োগ কমিটির সদস্যরা। পুলিশ ও দায়িত্বরতরা তাদের কানের ভেতরে লুকিয়ে রাখা ওই ইলেকট্রনিক ডিভাইস বের করেন।

এ ঘটনায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিচরকগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল’

বিয়ে ও প্রার্থনা অনুষ্ঠানে হামলা, নিহত ২৭

৩০ বছর ধরে হাওয়াই মিঠাইয়ে জীবন ছামাদের 

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

কোস্টারিকা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন

ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ আটক ২১

হার্টবিট শোনা কি চিন্তার কারণ

বিএনপিতে যোগ দিলেন জামায়াত ও জাপার ৩ শতাধিক নেতাকর্মী

শিক্ষা সংস্কারে সিদ্ধান্ত গ্রহণে তরুণদের যুক্ত করার আহ্বান ইউনেস্কো প্রধানের

নতুন জাতিসংঘ বানাচ্ছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ব্র্যাক ব্যাংকে চাকরি, থাকছে না বয়সসীমা 

১১

ট্রাকচাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

১২

চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৩

চ্যাম্পিয়ন দল পেল ২ কোটি ৭৫ লাখ, তানজিদ-শরিফুলরা পেলেন কত টাকা?

১৪

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : রিজভী

১৫

অস্ত্রসহ ছাত্রলীগ নেতা উজ্জ্বল আটক

১৬

প্রতীক পাওয়ার ২ দিন পর মাঠ ছাড়লেন প্রার্থী, হতাশ কর্মী-সমর্থক 

১৭

সুযোগ পেলে যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৮

চট্টগ্রাম বন্দরে আয়ের ইতিহাস, সেবায় জট

১৯

দুর্বৃত্তদের গুলিতে ‘লেদা পুতু’ নিহত

২০
X