নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে বিজিপি সদস্যরা

বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা। ছবি : কালবেলা
বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা। ছবি : কালবেলা

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু রাইট ক্যাম্প ও ডেকুবুনিয়া ক্যাম্প সংলগ্ন এলাকায় মিয়ানমার সেনাবাহিনী ও দেশটির বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির ব্যাপক যুদ্ধ চলছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্তে থেমে থেমে গুলি ও বোমাবর্ষণ অব্যাহত ছিল।

এই যুদ্ধের বেশ কয়েকটি গুলি ও মর্টারশেল বাংলাদেশের ভূখণ্ড তুমব্রু কোনারপাড়া, মাঝেরপাড়া ও বাজারপাড়ায় এলাকায় পড়েছে। ফলে আতংকে ঘর ছেড়েছে এই তিন গ্রামের মানুষ।

এ ছাড়া মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে গুরুতর আহত হয়েছেন অন্তত দুজন। আহতরা হলেন- প্রবীন্দ্র ধর (৫০) ও রহিমা বেগম (৪০)। আহতদের কুতুপালং শরণার্থী শিবিরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় কোনারপাড়ার কয়েকটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বিদ্রোহী গ্রুপের ব্যাপক গোলাবর্ষণে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৫৩ জনেরও বেশি সদস্য বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিয়েছে। সীমান্ত পথে আরও ৩০ জনেরও বেশি বিজিপি সদস্য বাংলাদেশে ঢোকার জন্য অবস্থান নিয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে এ ব্যাপারে তুমব্রু বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৩টার পর থেকেই ব্যাপক গুলিবর্ষণের পাশাপাশি, মর্টারশেল নিক্ষেপ ও মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করছে। এতে সীমান্তের বাজার-ঘাট বন্ধ রয়েছে। মিয়ানমারের তুমব্রু রাইট ক্যাম্পের চতুর্পাশে আরাকান আর্মি ঘিরে রেখেছে এবং তারা বর্ডার অবজারভেশন পোস্ট দখলে নিয়েছে।

ঘুমধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, মিয়ানমারের বিজিপির কিছু সদস্যরা তুমব্রু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ আশ্রয় নিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে স্কুলগুলো আপাতত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য দীল মোহাম্মদ জানান, তিন গ্রামের হাজারো মানুষ গত রাত থেকে বসতবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। গরু, ছাগল, হাঁস, মুরগি ওই অবস্থায় রেখে ঘরবাড়ি ছেড়েছেন। মালামাল নেওয়ারও সুযোগ হয়নি তাদের।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। নিরাপত্তা চৌকিগুলোতে সদস্য সংখ্যা বাড়িয়ে টহল বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, সীমান্তে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসন থেকে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সীমান্তে নজর রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার খুব কাছাকাছি পৌঁছে গেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

বিশ্বের যে কোনো জায়গা থেকেই ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি

চলে গেলেন খলনায়ক শাহজাদ ভোলা

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সাবধান হোন ৭ সহজ উপায়ে

হৃদয় ভালো রাখতে নিয়মিত খান এই ৫ সবজি

বৃষ্টি আরও কতদিন, জানাল আবহাওয়া অফিস

সরকারি চাকরিজীবীদের বেতন কত হওয়া উচিত, মতামত দেওয়া যাবে অনলাইনে 

ভাত রান্না করছিলেন স্বামী-স্ত্রী, বজ্রপাতে গেল প্রাণ

রাজশাহীর এই পূজামণ্ডপ যেন সমাজ সচেতনতার প্রতীকী মঞ্চ

আহানের ৫ নায়িকা

১০

বিয়েবাড়িতে চলছিল রান্নাবান্না, হঠাৎ ম্যাজিস্ট্রেটের হানা

১১

জামায়াতের আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১২

বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মাবলম্বীকে নিয়ে সুন্দর দেশ গড়বে : কফিল উদ্দিন 

১৩

সমালোচনার মধ্যে বড় সুখবর পেলেন সাকিব

১৪

ঢাকার আদালত থেকে পালানো আসামি ফেনীতে গ্রেপ্তার

১৫

আগুন পুড়ল ৫ দোকান

১৬

কুয়াকাটায় এক ইলিশের দাম প্রায় ৯ হাজার

১৭

মা-বাবাকে দেখেই শেখে শিশুরা

১৮

জুবিনের মৃত্যু রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার ২

১৯

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মূল কারণ জানালেন তামিম

২০
X