লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন। রোববার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের দুবনী হাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের বাসিন্দা ফজলুল হক (৫৯), আহিদুল (৫০) ও শফিকুল (৪৫)।
তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি শাহ আলম।
তিনি বলেন, একটি নৌকায় ১০ কৃষক তিস্তার চরে যাচ্ছিলেন। নদীর মাঝখানে প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা দ্রুত অন্য একটি নৌকা নিয়ে গিয়ে ৭ জনকে উদ্ধার করলেও বাকি তিনজন এখনো নিখোঁজ।
প্রত্যক্ষদর্শী মিলন নামে এক যুবক বলেন, নদী পার হয়ে ওপারে গিয়ে আমন ধানের চারা রোপণ করতে যাচ্ছিলেন তারা। পরে প্রবল স্রোতে মাঝ নদীতে গিয়ে নৌকা ডুবে যায়।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নদীর বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে। এছাড়া রংপুর থেকে আসা ডুবুরি দল নদীতে নেমে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
মন্তব্য করুন