নাটোরের সিংড়া থেকে বাবা-ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা সংঘবদ্ধ মোবাইল চোরচক্রের সদস্য বলে জানা গেছে। রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন উপজেলার খাগড়বাড়িয়া গ্ৰামের মো. সম্রাট খাঁ (২৪), তার বাবা মো. হাছান খাঁ, একই গ্রামের মো. জনি খাঁ (২৮), মো. রিদয় খান (২৫), পাঁচবাড়ীয়া গ্রামের মো. রানা শেখ (২০)।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোর চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জব্দ করা চোরাই মোবাইল ফোন বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন