রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ
শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি

রাজশাহীতে পুলিশ সদস্যদের বিরুদ্ধে রিমান্ড আবেদন

প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

রাজশাহীতে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন পুলিশ সদস্যের পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ওই তিন আসামির রিমান্ড আবেদন চেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুন্নবী হোসেন এই আবেদন করেন।

রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) ড. মো. রুহুল আমিন সরকার বলেন, ‘আসামিদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেয়ার দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত শনিবার নগরীর রাজপাড়া থানায় মোসা. কারিমা খাতুন নামের এক ভুক্তভোগী চাকরি পরীক্ষার্থীর দায়ের করা প্রতারণা মামলায় পুলিশের তিন সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তাররা হলেন, রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের মৃত নেছাব উদ্দিনের ছেলে এএসআই গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার যাদুপুর গ্রামের মো. আব্দুল হানিফের ছেলে পুলিশ কনস্টেবল আবদুর রহমান ও রাজশাহীর মোহনপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের মো. আসাদ আলীর ছেলে পুলিশ কনস্টেবল শাহরিয়ার পারভেজ শিমুল। এর মধ্যে আবদুর রহমান ও শাহরিয়ার পারভেজ শিমুল রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তরে কর্মরত এবং এএসআই গোলাম রাব্বানী দিনাজপুরের পার্বতীপুর থানায় কর্মরত ছিলেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগে গ্রেপ্তারকৃত পুলিশের এই সদস্যরা ভুক্তভোগী চাকরিপ্রার্থীকে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার চুক্তি করেন। এ জন্য পরীক্ষার্থীদের প্রত্যেককে খুবই ছোট আকারের হেডফোন ও ইলেক্ট্রনিক যন্ত্রপাতি সরবরাহ করার কথা ছিল।

এই ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে পরীক্ষার্থীদের প্রশ্নের সব উত্তর বলে দেওয়া হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়। এ জন্য ভুক্তভোগী পরীক্ষার্থীর নিকট থেকে নগদ ৩ লাখ টাকাও হাতিয়ে নেওয়া হয়। চাকরি পাইয়ে দেওয়ার নামে তার সঙ্গে মোট ১৪ লাখ টাকার চুক্তি করা হয়েছিল। পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছিল চেক ও স্ট্যাম্প।

গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আসামি শাহরিয়ার পারভেজের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ডিবি ‍পুলিশ ইলেক্ট্রনিক ডিভাইস সংযুক্ত ১৬টি গেঞ্জি, ১৩টি চুম্বক দণ্ড, ক্ষুদ্র গোলাকৃত্রির চুম্বকযুক্ত ২৬টি ইলেক্ট্রনিক্স ডিভাইস ১৫টি সাদা রঙের মোবাইল ফোনের চার্জার, ২টি স্ট্যাম্প, দুটি চেক, টাকা পাঠানোর দুটি রশিদ এবং নগদ ৮ হাজার টাকা উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীসহ নিহত ২

রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

সবশেষ বাড়ানো দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / ‘বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত পাকিস্তানের’

বিএনপি হারলে তারেক রহমানের সিদ্ধান্তও পরাজিত হবে: রাশেদ খান

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বাতিল ১৩ হাজারের বেশি ফ্লাইট

মা-শিশুর পাশাপাশি দাফন, কারাফটকে শেষ দেখা

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত : প্রণয় ভার্মা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নবীনগরে যুবদলের সব কমিটি স্থগিত

১০

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা

১১

চীনের সঙ্গে চুক্তি নিয়ে কানাডাকে হুমকি দিল ট্রাম্প

১২

দেশে ভূমিকম্প অনুভূত

১৩

ভারত থেকে দেশে ঢুকল ৮ ট্রাক বিস্ফোরক, নিরাপত্তা জোরদার

১৪

মিনিয়াপোলিসে গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

১৫

রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

১৬

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার বৈধ : আলী রীয়াজ

১৭

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

১৮

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

১৯

কুমিল্লায় তিনটি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

২০
X