বিস্ফোরক দ্রব্য এবং বিশেষ ক্ষমতা আইনে চট্টগ্রাম নগরের কোতোয়ালি ও চান্দগাঁও থানার পৃথক দুটি মামলায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন।
কারাগারে পাঠানো ৩ নেতাকর্মীরা হলো- কোতোয়ালি থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাসান, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সাইফুল্লাহ ও কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম ফয়সাল।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ এরফানুর রহমান কালবেলাকে বলেন, গত বছরের নভেম্বর মাসে নগরের তিন পুলের মাথা এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে পৃথক দুই থানায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে যুবদলেএবং ছাত্রদলের ৩ নেতার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে।
দুই মামলায় মঙ্গলবার আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে ওই তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এদিকে তাদের কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
নগর যুবদলের দপ্তর সম্পাদক মুহাম্মদ সাগির কালবেলাকে বলেন, অবিলম্বে যুবদলের নেতাসহ দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও গায়েবি মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই।
মন্তব্য করুন