ভোলায় স্বর্ণ ব্যবসায়ীকে নকল স্বর্ণ দিয়ে প্রতারণা করতে গিয়ে আটক হয়েছে দুই নারী প্রতারকসহ তিনজন। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
আটকরা হলো- চট্টগ্রাম জেলার পটিয়া থানার গোবিন্দখিল গ্রামের শারমিন আক্তার, কক্সবাজার থানার দক্ষিণ রুমানিয়া গ্রামের সুলতানা ইয়াসমিন ও পাবনা জেলার রনি মিয়া।
বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির বলেন, মঙ্গলবার বিকেলে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাদল কৃষ্ণ নামের এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে নকল তামার স্বর্ণ বন্ধক রেখে ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকারে পালিয়ে যায় প্রতারকরা।
পরে সন্ধ্যায় ইলিশা ফেরিঘাট এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে। পুলিশ তাদের কাছ থেকে ৮ জোড়া তামার নকল স্বর্ণের গহনা, ৫২ হাজার টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করে।
ওসি জানান, প্রাইভেটকার নিয়ে এই প্রতারক চক্র দেশের বিভিন্ন জায়গায় নকল স্বর্ণ দিয়ে প্রতারণা করে ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর করা মামলায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে আদালতে সোপর্দ করেছে।
মন্তব্য করুন