আমি মন্ত্রী না হলেও কোনো সমস্যা নেই, উন্নয়ন হবে। আমি আপনাদের উন্নয়নে কাজ করব। সরকারি অনেক কাজ নিয়ে আসব বলে মন্তব্য করেছেন সাবেক পরিকল্পনামন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান।
তিনি বলেন, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আমি তাদের সাহায্য ও সহযোগিতা চাই। মন্ত্রী আসে মন্ত্রী যায়, এমপি আসে এমপি যায়, জীবন একবারই আসে একবারই যায়। জীবনকে কাজে লাগাতে হবে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের পাগলা হাইস্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী বিশাল পরিকল্পনা হাতে নিয়েছেন। দেশে দেড়শর বেশি বিশ্ববিদ্যালয় আছে, শতাধিক মেডিকেল কলেজ, একশর মতো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশে দুএকটি বিশ্ববিদ্যালয় ছিল। জাতিকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করবেন।
এম এ মান্নান বলেন, পাগলা এলাকায় একটি গার্লস হাইস্কুল নির্মাণ করা প্রয়োজন। পাগলায় বিশিষ্ট ও দানবীর ব্যক্তিরা আছেন- আপনাদের এগিয়ে আসতে হবে। আমি কথা দিচ্ছি- আমি সার্বিকভাবে সহায়তা করব।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাগলা হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরব আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হেকিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি তহুর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক প্রমুখ।
মন্তব্য করুন