নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় চার দিনে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার প্রবেশদ্বার। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার প্রবেশদ্বার। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত চার দিনে উপজেলার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা প্রত্যেকেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। এদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃত শিক্ষার্থীরা হলেন, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের সমীর পালের ছেলে নয়ন পাল (১১), একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উপজেলা সদরের কাশিপাড়ার মানিক দাসের মেয়ে রিয়া দাস (১৪), কুন্ডা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী মসলন্দপুর গ্রামের সুবোধ রায়ের মেয়ে রিতু রায় (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোরে রিতুর পরিবারের লোকজন দেখতে পায় ঘরের তীরের সঙ্গে ঝুলে আছে রিতুর ওড়না পেঁচানো দেহ। এ ঘটনার ছয়দিন পর রিতুর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উপজেলা সদরের কাশিপাড়ার রিয়া দাসকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

এর দুই দিন আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির আরেক শিক্ষার্থী নয়ন পালকে ঘরের মাচায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ নিয়ে গত চার দিনে তিন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।

নিহত নয়ন পালের ভাই শয়ন পাল জানান, কথা না শোনায় আমার বাবা নয়নকে বকা দিয়েছিলেন। পরে আমরা দেখি ঘরের মাচায় নয়নের দেহ ঝুলছে।

নাসিরনগর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক রেজাউল করিম বলেন, এ বয়সে শিক্ষার্থীরা আবেগপ্রবণ থাকে। বিভিন্ন ধরনের মানসিক পরিবর্তন ঘটে। এ সময় অভিভাবকরা শিক্ষার্থীদের মনোভাব বুঝতে না পারলে তাদের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়। ফলে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

নাসিরনগর থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার জানান, তিনটি লাশই ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুল হক ভূইয়া বলেন, শিক্ষার্থীদের এমন মৃত্যু কাম্য নয়। এ ব্যাপারে সামাজিক সচেতনতা তৈরির উদ্যোগ গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীসহ উত্তরাঞ্চল সফরে তারেক রহমান, জিয়ারত করবেন শাহ মখদুমের মাজার

২৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান ইরানের, পাল্টা জবাবের হুঁশিয়ারি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় জবিতে বিক্ষোভ

বিএনপির জয় নিশ্চিত বুঝেই ষড়যন্ত্র হচ্ছে : আবদুস সালাম

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয় : অপর্ণা রায়

কিপারের হেডে রিয়ালের পতন

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির অঙ্গীকার : রবিউল

১০

বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

১১

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 

১২

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

১৩

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

১৪

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

১৫

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

১৬

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

১৭

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

১৮

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

১৯

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

২০
X