মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে বাংলাদেশে সীমান্ত পরিস্থিতি শুক্রবার (৯ ফেব্রুয়ারি) অনেকটা শান্ত ছিল। কিন্তু আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে ওপারে মুহুর্মুহু গোলাগুলির শব্দ শুনতে পাওয়া গেছে। এবার গুলির শব্দ পাওয়া গেছে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদ সীমান্তের ওপারে।
হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং উলুবুনিয়া সীমান্তে ভারী অস্ত্রের গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হোয়াইক্যং সীমান্তের ওপার থেকে ছোড়া একটি গুলি নবী হোসেনের দোকানের দেয়ালে এসে পড়ে।
স্থানীয়রা আরও জানান, মিয়ানমারের চলমান গুলির শব্দে আতঙ্কে বাসিন্দারা ঘুমাতে পারছেন না। এ ছাড়া মিয়ানমারের কুমির খালী সীমান্ত ফাঁড়িতে একের পর এক মর্টারশেল বিস্ফোরণ হচ্ছে।
থাইংখালীর বাসিন্দা সালাউদ্দিন কাদেরী বলেন, ‘কয়েক দিন ধরে গুলির বিকট শব্দে ঘুমাতে পারি না। ঘুম থেকে চমকে চমকে উঠতে হয়। আমরা তো সীমান্ত থেকে দূরে, সীমান্ত এলাকার মানুষের অবস্থা আরও ভয়ানক।’
মন্তব্য করুন