কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

আলুর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

নেত্রকোনার কেন্দুয়ায় চলতি মৌসুমে গোল আলু চাষে বাম্পার ফলন। ছবি : কালবেলা
নেত্রকোনার কেন্দুয়ায় চলতি মৌসুমে গোল আলু চাষে বাম্পার ফলন। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় চলতি মৌসুমে গোল আলু চাষে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে আলুর ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও সঠিক দাম না থাকায় হতাশা দেখা দিয়েছে তাদের মধ্যে।

আলুর দরপতন অব্যাহত থাকলে আলু চাষিরা যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলবে তারা। ফলে সামগ্রিক দিক বিবেচনা করলে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে।

কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আলু চাষের জন্য ব্যাপক উপযোগী। বিশেষ করে কান্দিউড়া, চিরাং, মোজাফরপুর, রোয়াইলবাড়ি, পাইকুড়া ইউনিয়নে সান্তানা, সানসাইন, ডোনাটা, ডায়মন্ড, বারি ৩৫ এবং বারি ৪৭ ইত্যাদি জাতের আলু ব্যাপক চাষ করা হয়।

কেন্দুয়া উপজেলায় চলতি মৌসুমে ২৭০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলুর চাষাবাদ করা হয়। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলা কৃষি বিভাগের পরামর্শে বিভিন্ন ইউনিয়নের চাষিরা আলু চাষ করেন। জেলার মধ্যে কেন্দুয়া উপজেলা আলু চাষের জন্য ব্যাপক খ্যাতি রয়েছে। তাই অর্থকরী ফসল হওয়ায় বিগত কয়েক বছরে এ উপজেলায় আলু চাষে বেশ ঝুঁকে পড়েছেন চাষিরা।

এবার এক বিঘা জমিতে আলুর চাষ করতে ভালো বীজ কেনাসহ ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয় কৃষকের। তবে সার, কীটনাশক, শ্রমিকের মূল্য ও সেচ খরচ বাড়ায় চাষি পর্যায়ে আলু উৎপাদন করতে বাড়তি অর্থ গুনতে হয়েছে। তবুও আলু চাষিরা উৎপাদন বাড়াতে চেষ্টা করে যাচ্ছেন।

চিরাং ইউনিয়নের মনাটিয়া এলাকার আলু চাষি শাহিরান হিরা ও ইমরান হাসান জানান, আলু আবাদ করতে গিয়ে বীজ, সার, কীটনাশক ও সেচ দিতে গিয়ে মোটা অঙ্কের অর্থ খরচ হয়েছে। তীব্র শীতে কিছুটা ক্ষতি হলেও আলুর বাম্পার ফলন হয়েছে। এবার প্রতি বিঘায় ১০০ থেকে ১২০ মণ পর্যন্ত আলুর ফলন হয়েছে। আমি আগাম জাতের আলু আবাদ করাতে লাভবান হয়েছি।

এ ছাড়াও বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, কৃষকরা এখন মাঠ থেকে আলু বাড়িতে নিয়ে যাচ্ছেন। এতে কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা গেলেও, দাম নিয়ে রয়েছেন ব্যাপক দুশ্চিন্তায়।

উপজেলার বিভিন্ন বাজারে প্রতি মণ আলু বিক্রি হয়েছে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা। তবে আলুর দাম কম থাকায় হতাশা দেখা গিয়েছে আলু চাষিদের মধ্যে।

আলু বিক্রি করতে আসা কয়েকজন আলু চাষি জানান, ধারদেনা ও গরু বিক্রি করে লাভের আশায় আলু চাষ করেছি। কিন্তু এত কম দামে আলু বিক্রি হওয়ায় খরচের টাকা উঠবে না। ফলন ভালো হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় বিপাকে পড়েছেন তারা।

তারা আরও জানান, কেন্দুয়া উপজেলাসহ আশপাশের উপজেলাগুলোতে হিমাগার না থাকায় আলুসহ সবজি জাতীয় পণ্য সংরক্ষণ করা হয় না। ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কম মূল্যেই বিক্রি করতে বাধ্য হন। তাই সরকারিভাবে আলুর মূল্য নির্ধারণ করে দিয়ে চাষিদের আর্থিক ক্ষতি থেকে রক্ষার দাবি জানিয়েছেন আলু চাষিরা।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, উপজেলায় এ মৌসুমে ২৭০ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। আলু চাষ লাভজনক হওয়ায় অর্থকরী ফসল হিসেবে আলু চাষ বৃদ্ধি পেয়েছে। লাভের আশায় প্রতি বছরের মতো এবারও এই এলাকার চাষিরা ব্যাপকভাবে আলুর আবাদ করেছেন। উৎপাদন বৃদ্ধি করতে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হয়ে থাকে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী 

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

মিষ্টিমুখে অস্বাস্থ্যকর চিত্র, জরিমানা এক লাখ

‘মব’ করে তিন কিশোরকে বেঁধে বেধড়ক পিটুনি, নিহত ১

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান

এশিয়া কাপের আগে জার্সি স্পনসর হারানোর শঙ্কায় ভারত দল

গবেষণা / পুরুষদের তুলনায় নারীদের বেশি ঘুমের প্রয়োজন, জেনে নিন কেন

১০

৪০ কোটি টাকায় দেড়শ বছরের সিআরবি ভবন সংস্কারের উদ্যোগ

১১

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত

১২

‘যদি পিআরের জন্য আন্দোলন করেন, তাহলে নমিনেশন দিলেন কেন’

১৩

প্রপাগান্ডা ছড়ানোর আগে পরামর্শ নিতে বললেন শিবির প‍্যানেলের সর্ব মিত্র!

১৪

মালয়েশিয়ায় নামাজ আদায় করে কার্যক্রম শুরু করলেন নাহিদ

১৫

খাওয়ার পর করা এই ৮ কাজ ডেকে আনবে বিপদ, বলছেন বিশেষজ্ঞ

১৬

এবার নাহিদা-সোবহানারাও হারল যুবাদের কাছে

১৭

গুম-খুনের জন্য হাসিনার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

১৮

৩৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন গোবিন্দ ও সুনীতা

১৯

ফেনী থেকে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান 

২০
X