কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

আলুর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

নেত্রকোনার কেন্দুয়ায় চলতি মৌসুমে গোল আলু চাষে বাম্পার ফলন। ছবি : কালবেলা
নেত্রকোনার কেন্দুয়ায় চলতি মৌসুমে গোল আলু চাষে বাম্পার ফলন। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় চলতি মৌসুমে গোল আলু চাষে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে আলুর ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও সঠিক দাম না থাকায় হতাশা দেখা দিয়েছে তাদের মধ্যে।

আলুর দরপতন অব্যাহত থাকলে আলু চাষিরা যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলবে তারা। ফলে সামগ্রিক দিক বিবেচনা করলে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে।

কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আলু চাষের জন্য ব্যাপক উপযোগী। বিশেষ করে কান্দিউড়া, চিরাং, মোজাফরপুর, রোয়াইলবাড়ি, পাইকুড়া ইউনিয়নে সান্তানা, সানসাইন, ডোনাটা, ডায়মন্ড, বারি ৩৫ এবং বারি ৪৭ ইত্যাদি জাতের আলু ব্যাপক চাষ করা হয়।

কেন্দুয়া উপজেলায় চলতি মৌসুমে ২৭০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলুর চাষাবাদ করা হয়। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলা কৃষি বিভাগের পরামর্শে বিভিন্ন ইউনিয়নের চাষিরা আলু চাষ করেন। জেলার মধ্যে কেন্দুয়া উপজেলা আলু চাষের জন্য ব্যাপক খ্যাতি রয়েছে। তাই অর্থকরী ফসল হওয়ায় বিগত কয়েক বছরে এ উপজেলায় আলু চাষে বেশ ঝুঁকে পড়েছেন চাষিরা।

এবার এক বিঘা জমিতে আলুর চাষ করতে ভালো বীজ কেনাসহ ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয় কৃষকের। তবে সার, কীটনাশক, শ্রমিকের মূল্য ও সেচ খরচ বাড়ায় চাষি পর্যায়ে আলু উৎপাদন করতে বাড়তি অর্থ গুনতে হয়েছে। তবুও আলু চাষিরা উৎপাদন বাড়াতে চেষ্টা করে যাচ্ছেন।

চিরাং ইউনিয়নের মনাটিয়া এলাকার আলু চাষি শাহিরান হিরা ও ইমরান হাসান জানান, আলু আবাদ করতে গিয়ে বীজ, সার, কীটনাশক ও সেচ দিতে গিয়ে মোটা অঙ্কের অর্থ খরচ হয়েছে। তীব্র শীতে কিছুটা ক্ষতি হলেও আলুর বাম্পার ফলন হয়েছে। এবার প্রতি বিঘায় ১০০ থেকে ১২০ মণ পর্যন্ত আলুর ফলন হয়েছে। আমি আগাম জাতের আলু আবাদ করাতে লাভবান হয়েছি।

এ ছাড়াও বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, কৃষকরা এখন মাঠ থেকে আলু বাড়িতে নিয়ে যাচ্ছেন। এতে কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা গেলেও, দাম নিয়ে রয়েছেন ব্যাপক দুশ্চিন্তায়।

উপজেলার বিভিন্ন বাজারে প্রতি মণ আলু বিক্রি হয়েছে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা। তবে আলুর দাম কম থাকায় হতাশা দেখা গিয়েছে আলু চাষিদের মধ্যে।

আলু বিক্রি করতে আসা কয়েকজন আলু চাষি জানান, ধারদেনা ও গরু বিক্রি করে লাভের আশায় আলু চাষ করেছি। কিন্তু এত কম দামে আলু বিক্রি হওয়ায় খরচের টাকা উঠবে না। ফলন ভালো হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় বিপাকে পড়েছেন তারা।

তারা আরও জানান, কেন্দুয়া উপজেলাসহ আশপাশের উপজেলাগুলোতে হিমাগার না থাকায় আলুসহ সবজি জাতীয় পণ্য সংরক্ষণ করা হয় না। ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কম মূল্যেই বিক্রি করতে বাধ্য হন। তাই সরকারিভাবে আলুর মূল্য নির্ধারণ করে দিয়ে চাষিদের আর্থিক ক্ষতি থেকে রক্ষার দাবি জানিয়েছেন আলু চাষিরা।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, উপজেলায় এ মৌসুমে ২৭০ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। আলু চাষ লাভজনক হওয়ায় অর্থকরী ফসল হিসেবে আলু চাষ বৃদ্ধি পেয়েছে। লাভের আশায় প্রতি বছরের মতো এবারও এই এলাকার চাষিরা ব্যাপকভাবে আলুর আবাদ করেছেন। উৎপাদন বৃদ্ধি করতে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হয়ে থাকে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন কোরিয়ান অভিনেতা লি সুন জায়ে

২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি

জামায়াতের মনোনয়ন পেয়ে ড. ফয়জুল হকের প্রতিক্রিয়া

নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করবেন? জেনে নিন

ডিবি হারুন ও সাবেক আইজি বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহতের ১০ টুকরো লাশ উদ্ধার

মার্সেডিজ-বেঞ্জের ইভি চার্জিং অবকাঠামো এখন চট্টগ্রামেও

তৌসিফের যে দিকটার প্রেমে পড়েছেন নীলা

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

লিটনের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাব দিলেন প্রধান নির্বাচক

১০

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

১১

জানাজায় ৪র্থ তাকবির বলার পর হাত কখন ছাড়বেন?

১২

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

১৩

কাজের সময় বিদ্যুৎ লাইন চালু, তারে ঝুলছিল মরদেহ

১৪

‘আমার সাথে খেলতে আইসো না’, কাকে হুঙ্কার দিলেন মমতা

১৫

নির্বাচকদের নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য লিটনের

১৬

শত্রুর বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

১৭

বিচারব্যবস্থায় ডিজিটাল রূপান্তর / সরকার ও ড্যাফোডিলের সহযোগিতায় কোর্ট অটোমেশন সিস্টেম

১৮

আরও ১৩ এসপির দপ্তর বদল

১৯

শীতকালে পেটে গ্যাস হওয়া থেকে বাঁচতে যেসব সবজি এড়িয়ে চলবেন

২০
X