ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন ধরে গেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাসাইল উপজেলার নাটিয়া পাড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের যানবাহনে ধীরগতি দেখা দেয়।
বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনে অফিসার মো.ইদ্রিস আলী।
তিনি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়া পাড়া ইসলামপুর পাম্পের সামনে চলন্ত প্রাইভেটকারে আগুন ধরে। আমরা সংবাদ পাওয়া মাত্রই ছুটে এসে দেখি গাড়িটি দাউদাউ করে আগুন জলছে। এ সময় আমরা রাস্তার বিপরীত দিকে দাঁড়িয়ে আগুন নিয়ন্ত্রণ আনি।
তিনি আরো বলেন, প্রাইভেটকারটি ঢাকা থেকে টাঙ্গাইলের এলাঙ্গার দিকে যাচ্ছিল। এছাড়াও সাময়িক মহাসড়কে যানবাহনের ধীর গতি ছিল। এরপরই তা স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, গাড়িটির ভিতরে সুতা ছিল। আগুনে পুরো গাড়িটি পুড়ে যায়।
মন্তব্য করুন