সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

মেক্সিকান তরুণীকে বিয়ে করে রুমান এখন বিদেশে

রবিউল হাসান রুমান ও গ্লাডিস নাইলি টরিবিও মরালেস। ছবি : সংগৃহীত
রবিউল হাসান রুমান ও গ্লাডিস নাইলি টরিবিও মরালেস। ছবি : সংগৃহীত

৫ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশি তরুণ রবিউল হাসান রুমানের সঙ্গে পরিচয় হয় মেক্সিকান তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেসের সঙ্গে। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই প্রেম থেকে পরিণয়। এ দম্পতির বসবাস এখন লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে।

ভালোবাসার মানুষটাতে পেতে জামালপুরের সরিষাবাড়ী ছুটে আসেন মেক্সিকান তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেস। ইসলাম ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন তারা। এ তরুণী নিজের নাম পরিবর্তন করে রাখেন লাইলী। ভিসার মেয়াদ কম থাকায় বিয়ের এক মাসের মাথায় ফিরে যান নিজ দেশে। মেক্সিকোতে ফিরে ১ মাস পর স্বামী রুমানের জন্য ভিসা ও টিকিট পাঠান।

মেক্সিকোতে রুমান বর্তমানে স্ত্রী লায়লীর কম্পিউটার ও প্রিন্টিং দোকানের দেখাশোনা করেন। পরিকল্পনা রয়েছে নিজের গাড়ি মেকানিকের গ্যারেজ গড়ে তোলার। পারিবারিক সূত্রে জানা গেছে, এ বিয়েতে দুই পরিবার খুশি। এ নবদম্পতির দাম্পত্য জীবন সুখের কাটছে।

রুমানের বাবা আলহাজ নজরুল ইসলাম বলেন, আমার ছেলে রবিউল ইসলাম রুমান। তার সঙ্গে মেক্সিকোর এক মেয়ের সঙ্গে সম্পর্ক হয়। পরে ওই মেয়ে মেক্সিকো থেকে আমাদের এখানে আসে। জামালপুর আসার পর আমরা সামাজিক ও ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন করি। বিয়ের পর ওই মেয়ে তার বাড়িতে (মেক্সিকোতে) ফিরে যায়।

তিনি বলেন, মেক্সিকোতে গিয়ে আমার ছেলের জন্য ভিসা ও টিকিট পাঠিয়ে দেয়। পরে আমার ছেলেকে মেক্সিকোতে যায়। আমার ছেলে ওখানে একটা গ্যারেজে কাজ করছে এবং সে চেষ্টা করছে ওখানে একটা গাড়ি ঠিক করার গ্যারেজ করার জন্য।

তিনি আরও বলেন, আমার বউ এবং ছেলে দুজন খুবই ভাল আছেন। আমরা দোয়া করি তারা ভালো থাক এবং তাদের দাম্পত্য জীবন সুখের হোক।

রুমানের মা রুবি বেগম বলেন, আমার ছেলে আর ছেলের বউ এখন মেক্সিকোতে আছে। খুব ভালো আছে। প্রতিদিন ফোন করে। কথা হয় ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে। তারা ভালো থাক আমরা এটাই চাই। ছেলের পছন্দই আমাদের পছন্দ। মেয়েটা অনেক ভালোই।

এ বিষয়ে রবিউল হাসান রুমান বলেন, আমি ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যালে ডিপ্লোমা সম্পন্ন করি এবং ফ্রিল্যান্সিংয়ে কাজ করি। এমন সময় ভালোভাবে ইংরেজিতে কথোপকথনের জন্য ফেসবুকে একজন বন্ধু খুঁজছিলাম। এমন সময় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেসের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেম। দুই বছর প্রেম করার পর বাংলাদেশে আসেন মরালেস। পরে আমি তাকে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বাড়িতে নিয়ে আসি। বিমান থেকে নামার পর কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঢাকা জজকোর্টে গিয়ে এভিডেভিটের মাধ্যমে নিজের খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে।

তার স্ত্রী লাইলী মেক্সিকোর পো-এবলা শহরের ব্যবসায়ী গ্রেগ্রোরিও টরিবিওর মেয়ে। সে পো-এবলা বিশ্ববিদ্যালয় (বিইউএপি, পো-এবলা, মেক্সিকো) থেকে ২০১৬ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে।

রুমান আরও বলেন, আমি মেক্সিকোতে আসার পর আমার স্ত্রীর সঙ্গেই আছি। আমরা অনেক হ্যাপি। আমার স্ত্রীর পরিবারের লোকজন অনেক ভালো। তারা আমার যত্ন নেয় এবং হেল্প করেন। বর্তমানে স্ত্রীর কম্পিউটার ও প্রিন্টিং বিজনেস দেখাশোনা করছি। তার পাশাপাশি নিজে গাড়ি মেকানিকের গ্যারেজ করার পরিকল্পনা করছি। আশা করছি আগামী এক বছরের মধ্যে সিটিজেনশিপ পেয়ে যাব।

তিনি বলেন, কানাডায় শিফট হওয়ার পরিকল্পনা রয়েছে। পরিশেষে ভালোবাসা দিবসে সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমানোর ঘোষণার এক দিন পর স্বর্ণের দামে বড় লাফ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ম্যুরালের পুনর্নির্মাণ কাজ শুরু

পাকিস্তানকে পেয়ে এভাবেই প্রতিশোধ নিল বাংলাদেশ!

চাঁদপুর-৪ আসনে নির্বাচনী সমন্বয়ক যুবদলের তারেকুর

বর্ণাঢ্য আয়োজনে ইডেনে ‘বাণী অর্চনা’ অনুষ্ঠিত

শুক্রবার স্বর্ণের দামে নতুন রেকর্ড

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক আজ

নিউজিল্যান্ডে দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ

সুপার সিক্সের সমীকরণের ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

রাঙামাটিতে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

১০

ঢাকা-৪ আসনে দ্বিতীয় দিনের প্রচারণায় রবিন

১১

নারীর ভিডিও ধারণের অভিযোগে সালিশে যুবককে পিটিয়ে হত্যা

১২

স্বাস্থ্য, ত্বক ও ঘরের যত্নে ছোট্ট জাদু ‘আদা’

১৩

দুঃখ প্রকাশ

১৪

অতিরিক্ত চিন্তা বন্ধ করুন ৬ উপায়ে

১৫

ইরানের ওপর ‘কড়া নজর’ রাখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৬

শহীদ সৈকতের বাড়ি থেকে প্রচারণার দ্বিতীয় দিন শুরু ববি হাজ্জাজের

১৭

ধর্মের অপব্যবহার ও ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

১৮

হেলিকপ্টারে চড়ে বিপিএলের ট্রফি নামাবেন আকবর-সালমা

১৯

শীত শেষ না হতেই সবজির বাজারে উত্তাপ

২০
X