জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেন পোড়ানো মামলার ৩ নম্বর আসামি একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও পুলিশ বলছে তিনি পলাতক। তিনি স্থানীয় এমপির সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এমন ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
এমপি আবুল কালাম আজাদের নিজের ফেসবুক পেজ থেকে লাইভ করা দুটি অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, নাশকতা মামলার আসামি সফিউর রহমান এমপির সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত আছেন।
পৌর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১১ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এবং শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে লায়ন্স ক্লাবের একটা অনুষ্ঠানে ট্রেন পোড়ানো মামলার আসামি সফিউর রহমান এমপি আবুল কালাম আজাদের সঙ্গে উপস্থিত ছিলেন। দুটো অনুষ্ঠানই এমপির ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়েছে।
জানা গেছে, গত ১৮ নভেম্বর রাতে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের দুটি বগি পুড়িয়ে দেয় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১৯ নভেম্বর ৪১ জনকে আসামি করে নাশকতার অভিযোগে মামলা করে রেলওয়ে পুলিশ। ওই মামলার ৩ নম্বর আসামি সফিউর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে পুলিশ জামালপুর থানার এসআই মো. তারা মিয়া বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেন পোড়ানো মামলার ৪১ আসামির ১১ জন জামিনে আছেন, বাকিরা পলাতক। মামলার ৩ নম্বর আসামি সফিউর রহমান পলাতক বলে নিশ্চিত করেন তারা মিয়া।
এ বিষয়ে জানতে চাইলে সফিউর রহমান জানান, ওটা রাজনৈতিক মামলা। যেহেতু তিনি জামিনে নেই তাই সবসময় প্রকাশ্যে যাতায়াত করেন না।
এ বিষয়ে জানতে চেয়ে এমপি আবুল কালাম আজাদকে ফোন করলে তিনি ফোন না ধরে ব্যস্ত আছেন আছেন বলে ক্ষুদে বার্তা পাঠান।
মন্তব্য করুন