কক্সবাজারের উখিয়ায় মোস্তাফিজুর রহমান (৪০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের সীমান্ত সংলগ্ন রহমতের বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, এলাকায় একটা মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। এ সময় পরিবারের লোকজন গিয়ে নিহতের পরিচয় শনাক্ত করেন। পরে মরদেহটি আঞ্জুমানপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
পরিবারের দাবি, মরদেহের চোখে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, একদিন আগে তাকে হত্যা করে সীমান্ত সংলগ্ন এলাকায় ফেলে রাখা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি রহমতের বিল সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, সীমান্ত এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন