ভুয়া কাজী ও সাক্ষীর সহযোগিতায় বিয়ে করে স্ত্রী ও সন্তানকে অস্বীকার করার অভিযোগে বগুড়ায় ধর্ষণ মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাত ১১টার দিকে সদরের তিনমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই আসামির নাম আনার শেখ ওরফে আনোয়ার শেখ (৩২)। তিনি সারিয়াকান্দির জামথল চরের মৃত আব্দুল হাকিম শেখের ছেলে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বগুড়া র্যাবের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে ২০২২ সালে ২১ অক্টোবর সারিয়াকান্দি এলাকার এক নারীকে ভুয়া কাজী ও সাক্ষীর সহযোগিতা বিয়ে করে অভিযুক্ত আনার শেখ। ২০২৩ সালে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। এরপর আনার শেখ ওই নারী ও ছেলেকে অস্বীকার করে। তখন ওই নারী কোর্টে অভিযোগ করেন আনার শেখের বিরুদ্ধে। পরে ৫ ফেব্রুয়ারি কোর্টের নির্দেশে সারিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আনার শেখের নামে মামলা হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার পর অভিযক্ত আনার শেখকে আটক করতে র্যাবের চৌকস টিম অভিযানে নামে। অভিযানকালে রোববার রাত ১১টার দিকে সদরের তিনমাথা এলাকা থেকে আসামি আনার শেখকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন