সাইয়েদ বাবু, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের প্রথম শহীদ মিনার যেমন আছে এখন

কুড়িগ্রামের মজিদা আদর্শ ডিগ্রি কলেজে জেলার প্রথম শহীদ মিনার। ছবি : কালবেলা
কুড়িগ্রামের মজিদা আদর্শ ডিগ্রি কলেজে জেলার প্রথম শহীদ মিনার। ছবি : কালবেলা

কুড়িগ্রাম জেলা শহরের অবস্থিত কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজ। এই কলেজটি ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত। এর প্রধান ফটকেই অবস্থিত জেলার প্রথম শহীদ মিনার। ১৯৫৩ সালে ভাষাশহীদদের স্মরণে গড়ে তোলা হয় এ মিনারটি। তবে অযত্ন ও অবহেলায় সারা বছরই অরক্ষিত থাকে শ্রদ্ধার এ স্থানটি।

স্থানীয়দের অভিযোগ, শহীদ মিনারের যথাযথ মর্যাদা, পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করা হয় না। সারা বছর ঐতিহ্যবাহী এই শহীদ মিনার বেহাল অবস্থায় থাকে। মাতৃভাষা দিবস উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। তবে সেটি প্রয়োজনের থেকে খুবই সামান্য। ২১ ফেব্রুয়ারির কিছু দিন পর থেকেই আবার বেহাল হয়ে পড়ে শহীদ মিনারটি।

সম্প্রতি শহীদ মিনারটিতে গিয়ে দেখা যায়, অনেকে জুতা পরে শহীদ মিনারের বেদিতে ঘোরাফেরা করছেন। মিনারের মূল বেদিতেও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে ময়লা-আবর্জনা, সিগারেটের প্যাকেটসহ অসংখ্য উচ্ছিষ্ট অংশ। তেমনি ময়লা-আবর্জনায় ভরে রয়েছে চারপাশও। শহীদ মিনারের পেছনে প্রশ্রাব করছেন অনেকে। গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।

এদিকে শহীদ মিনারের গা ঘেঁষে গড়ে উঠেছে দোকান। আলো কমলেই বসে মাদকসেবীদের আড্ডা। দিনে ও রাতে হরহামেশাই শহীদ মিনারে বসে ধূমপান করে বখাটেরা।

স্থানীয় বাসিন্দা ইকবাল রাব্বী বলেন, কুড়িগ্রামের প্রথম শহীদ মিনারটি আমাদের অনেক স্মৃতিবিজড়িত। এখন অযত্ন-অবহেলায় ঐতিহ্য হারাতে বসেছে। শহীদ মিনারটিতে যেন আগের মতো প্রাণচঞ্চল ফিরে আসে সে জন্য কর্তৃপক্ষ যেন সেই পরিবেশ তৈরি করেন।

তৎকালীন শহীদ মিনারটি তৈরিতে অংশ নিয়েছিলেন ভাষাসৈনিক আব্দুল করিম সরকার। তিনি বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় কুড়িগ্রাম ছিল মহকুমা। কুড়িগ্রাম হাই স্কুলের ছাত্ররাই সব আন্দোলনে অংশগ্রহণ করতেন এবং নেতৃত্ব দিতেন। ঢাকায় ২১ ফেব্রুয়ারির শোকাবহ ঘটনা এখানকার মানুষ জানতে পেরেছিলেন দুই দিন পর। এরও কয়েক দিন পর কারমাইকেল কলেজে অধ্যয়নরত ভূরুঙ্গামারীর অধিবাসী মজিবর রহমান এখানে এসে উদ্বুদ্ধ করলে হাই স্কুলের প্রগতিশীল কিছু ছাত্র যোগ দেন ভাষা আন্দোলনে। মার্চ মাসের প্রথম সপ্তাহে ভাষা আন্দোলনের পক্ষে ছাত্ররা প্রথম সমাবেশটি করেন বাজারের কালীবাড়ির সামনের ফাঁকা জায়গায়। এরই ধারাবাহিকতায় কয়েকজন ছাত্র ঝুঁকি নিয়ে ১৯৫৩ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে চুপিসারে গড়ে তোলেন কুড়িগ্রামের এই প্রথম শহীদ মিনার।

শহীদ মিনারটির রক্ষণাবেক্ষণের বিষয় জানতে চাইলে কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম বলেন, আপাতত পৌরসভা থেকে সেটি সংস্কারের কোনো সুযোগ নেই। এটি কলেজ কর্তৃপক্ষের বিষয়।

কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বলেন, কলেজে একটি পুরোনো শহীদ মিনার রয়েছে। মূলত এটিই কুড়িগ্রামের প্রথম শহীদ মিনার। এ ছাড়া কলেজে আরেকটি শহীদ মিনার রয়েছে। ফলে পুরোনো শহীদ মিনারটি অনেকটাই অযত্ন-অবহেলায় পড়ে আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অতি দ্রুত গভর্নিং বডির সঙ্গে কথা বলে শহীদ মিনারটি সংস্কার করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎পাঁচ দিন পর নিখোঁজ স্কুলছাত্রীর ভাসমান লাশ উদ্ধার

চবি নিয়োগ ইস্যুতে জবাবদিহি না পেয়ে ছাত্রদলের সভা ত্যাগ

পার্টি নিষিদ্ধ হয়েছে, ব্যক্তিকে তো করা হয়নি : ইসি মাছউদ

গুলশানে বার ড্যান্সারের মরদেহ উদ্ধার

ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী ব্যাটার এবার বিপিএলে

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

৮ হাজার ১০০ কোটির টুর্নামেন্টের লড়াই শুরু

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ

১০

আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : টুকু

১১

৩২ আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১২

জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১৩

অবশেষে ভারতের ভিসা পেলেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার

১৪

বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত

১৫

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নজর কেড়েছে জেএমজি ফার্নিচার

১৬

তারেক রহমানের সহধর্মিণীকে ছবি দেখাচ্ছেন জুলাই শহীদের মা 

১৭

ফের বিশ্ব মঞ্চে ফিরছে বিটিএস

১৮

ছাত্রদলের নির্বাচন অফিস ঘেরাও নিয়ে শিবির সেক্রেটারির স্ট্যাটাস

১৯

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছে এখনই

২০
X