চাঁদপুরের হাজীগঞ্জে কুকুরের কামড়ে অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে।
আহতরা সবাই হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ী, রায়চোঁ, টোরাগড়, মোহাম্মদপুর, কচুয়া ও চট্টগ্রামের ফটিকছড়ি গ্রামের লোকজন কুকরের কামড়ের শিকার হন।
হাসপাতালে আসাদের মধ্যে পারভেজ (২০), টিটন (২২), জানে আলম, নাহিদ (৪৫), জাহাঙ্গীর (৩৫), সাব্বির (১১), মো. জামালউদ্দিন (৪২), মো. মজিবুর রহমান (৩৩) ও অমর সূত্রধর (২৬) রয়েছেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন ফিরোজ জানান, বুধবার সকাল থেকে হঠাৎ কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে আসতে শুরু করে। ঘটনার দিন দুপুর ১টা পর্যন্ত ৯ জন চিকিৎসা নিয়েছেন।
মন্তব্য করুন