চট্টগ্রামের সীতাকুণ্ডে চুরি হওয়া দুটি গরুসহ চার গরুচোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে চুরি হওয়া গরুগুলো ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- ছলিমপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের পুত্র মুনতাসির আলম মাহিন (২৯), একই ইউনিয়নের ইউনূসের পুত্র কাউসার (২০), আব্দুর রহিমের পুত্র দিদার (২০) ও পটিয়া উপজেলার দলঘাট ইউনিয়নের জালাল আহমেদের পুত্র হেলাল উদ্দিন (৩০)।
পুলিশ জানায় , মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ডিসি পার্কের পশ্চিমে সাগর উপকূলে থেকে চোরের দল গরু নিয়ে যাওয়ার সময় চোরদের আটক করে স্থানীয়রা। এ সময় পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ চোরদের থানায় নিয়ে যায়। মঙ্গলবার রাতে তাদের প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকার নেভি রোডের ভেতরে একটি পরিত্যক্ত জায়গা থেকে দুটি গরু উদ্ধার করে পুলিশ।
ভুক্তভোগী বেলাল বলেন, এক মাস আগেও সলিমপুর ইউনিয়ন থেকে বেশ কয়েকটি গরু চুরি হয়। মঙ্গলবার বিকেলে চোরের দল গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে। এক সপ্তাহ আগেও আমার একটি গরুর চুরি হয়ে যায়। পুলিশের সহায়তায় আমার চুরি হয়ে যাওয়া গরু উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, গরু চুরি করতে আসলে দুজন চোরকে হাতেনাতে ধরে স্থানীয়রা। পরে এদের তথ্যের ভিত্তিতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাসুদ রানা নেতৃত্বে হারিয়ে যাওয়া গরুসহ চার চোরকে গ্রেপ্তার করা হয়। পরে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মন্তব্য করুন