চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জুতা পায়ে শহীদ মিনারে সাবেক এমপির তাণ্ডব

সাবেক সংসদ সদস্য জাফর আলম ও তার অনুসারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
সাবেক সংসদ সদস্য জাফর আলম ও তার অনুসারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

কক্সবাজারের চকরিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে সাবেক সংসদ সদস্য জাফর আলম ও তার অনুসারীরা তাণ্ডব করেছেন বলে অভিযোগ উঠেছে। শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেও অভিযোগ তুলে ধরেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।জাফর আলম উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কৃত হয়েছেন।

জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অনুষ্ঠান সঞ্চালক রাজিবের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেন জাফর আলম। এতে শ্রদ্ধা জানানোর নিয়ন্ত্রণ তার কাছে চলে যায়। এ ঘটনায় শহীদ মিনার ও মাঠে উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাতৃভাষা দিবস উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পুষ্পমাল্য অর্পণ করতে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে যান। এর আগে থেকে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিব উর রাজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান করছিলেন। এরই মধ্যে দলবল নিয়ে সেখানে যান জাফর আলম। এরপরই হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

এদিকে শহীদ মিনারে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চকরিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী এতে বক্তব্য দেন।

তারা অভিযোগ করে বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলম শহীদ বেদীতে বিশৃঙ্খলা করেছেন। শহীদ বেদী এলাকায় তারা দুটি অ্যাম্বুলেন্স ও কালো রংয়ের গাড়িতে করে অবৈধ অস্ত্র নিয়ে গেছেন। বর্তমান এমপি সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকে গালাগাল এবং হুমকি দিয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এ ব্যাপারে ঘটনার সময় জাফর আলমের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। পরেও তার পক্ষে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সাবেক এমপি ও তার অনুসারীরা এ ধরনের আচরণ না করলেও পারতেন। শহীদ মিনারে মাইক্রোফোন কেড়ে নেওয়া উচিত হয়নি। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অস্ত্র নিয়ে কেউ গিয়েছে কি না আমার জানা নেই, নজরেও পড়েনি।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বলেন, তারা হঠাৎ এসে জুতা পায়ে শহীদ মিনারে উঠে পড়েন। সঞ্চালকের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে মঞ্চ দখলে নেন। এটা প্রশাসনের ব্যর্থতা। প্রথম প্রহরে ঘটা বিস্তারিত ঘটনা আমি রাতেই কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

১০

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

১১

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

১২

কালবেলার অনুসন্ধানে ধরা হানিট্র্যাপ চক্র, আটক ২

১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

১৪

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি

১৫

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

১৬

আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

১৭

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

১৮

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

১৯

৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

২০
X