গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় নিহত নারী পোশাকশ্রমিকের পরিচয় পাওয়া গেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। ওই নারীর নাম মুনিরা। তিনি স্থানীয় টেড বার্নহার্ডজ টেক্সটাইল লিমিটেডের অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। মুনিরা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার ভুয়াকান্দি চরভাঙা গ্রামের রুহুল আমিনের স্ত্রী।
এদিকে এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছেন কারখানার শ্রমিক ও স্থানীয়রা। তারা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।
গাজীপুরের গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম সাংবাদিকদের বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মুহাম্মদ কামাল হোসেনও নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কা খেয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। এতে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
মন্তব্য করুন