ইমন চৌধুরী, কাপ্তাই প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ভোগের আরেক নাম ‘কাপ্তাই চন্দ্রঘোনা ফেরিঘাট’

ফেরির পাটাতনে পানি উঠলে যানবাহনগুলো অচল হয়ে পড়ে এবং এভাবেই ধাক্কা দিয়ে সড়কে তুলতে হয়। ছবি : কালবেলা
ফেরির পাটাতনে পানি উঠলে যানবাহনগুলো অচল হয়ে পড়ে এবং এভাবেই ধাক্কা দিয়ে সড়কে তুলতে হয়। ছবি : কালবেলা

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ফেরিঘাটে একটি সেতুর অভাবে প্রতিদিনই জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেননা রাঙামাটি থেকে বান্দরবান কিংবা রাজস্থলী যাওয়ার এই একমাত্র সড়কটি কর্ণফুলী নদীর এই অংশে এসে একটি সেতুর অভাবে বিভক্ত হয়ে গেছে। ফলে রাঙামাটি, বান্দরবান ও রাজস্থলী থেকে বিভিন্ন যানবাহন নিরাপদে এসেও ফেরিযোগে নদী পার হওয়ার জন্য সবাইকে কর্ণফুলী নদীর দুপার লিচুবাগান এবং রাইখালী অংশে থমকে যেতে হচ্ছে। এদিকে প্রায়ই এই ফেরি দিয়ে যানবাহন পারাপার হতে অনেক সময় লেগে যায়। আবার যদি ফেরি অপর প্রান্তে থাকে তাহলে কমপক্ষে এক ঘণ্টার আগে নদী পার হওয়া সম্ভব হয় না। অথচ এখানে একটি সেতু থাকলে এই অংশ পার হতে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট সময় লাগত।

স্থানীয় সূত্র জানায়, এখানে একটি সেতুর জন্য গত ৩৫ বছর ধরে দাবি জানিয়ে আসছে এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণ। অথচ বিভিন্ন সময় উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসে সরজমিনে এলাকাটি পরিদর্শন করে নানা আশ্বাস দিয়ে গেলেও অদ্যাবধি সেতুটি নির্মিত হয়নি। এতে চরম হতাশ হয়ে পড়েছে এলাকাবাসী। অপরদিকে তিন পার্বত্য জেলার সঙ্গে সড়ক যোগাযোগের ক্ষেত্রে কর্ণফুলী নদীর ওপর এই ফেরিটি বর্তমানে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে। বিশেষ করে কক্সবাজার ও টেকনাফের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও কর্ণফুলী নদীর এই স্থানটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন এই ফেরির ওপর দিয়ে পাঁচ থেকে ছয় শতাধিক ছোট বড় যানবাহন চলাচল করে থাকে। অসংখ্য মানুষ এই এলাকা দিয়ে নৌকা ও সাম্পানযোগে নদী পার হচ্ছে। একটি সেতু না থাকাতে সবাইকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবার বর্ষাকালে কিংবা নদীতে জোয়ারের সময় ফেরির পাটাতনে হাঁটুসমান পানি জমে যায়। তখন হেটে চলা লোকজনকে পানিতে নেমে যাতায়াত করতে হয়। আবার অতিবৃষ্টিতে ফেরির পাটাতন নদীতে ডুবে গেলে তখন ফেরি চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পায়। এ ছাড়া চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি পার হতে গিয়ে প্রাণহানির মতো মর্মান্তিক সড়ক দুর্ঘটনাও ঘটেছে নানা সময়ে।

ওই ফেরিঘাটসংলগ্ন রাইখালী ইউনিয়নের বাসিন্দা মো. নাসির, সিদ্দিক হোসেন, আমেনা বেগমসহ কয়েকজন জানান, আমাদের প্রতিদিন এই কর্ণফুলী নদী পার হয়ে কাপ্তাই উপজেলা পরিষদ কিংবা রাঙামাটি জেলা পরিষদের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেতে হয়। তা ছাড়া ভালো কোনো হাসপাতালে যেতে হলেও আমাদের এই নদী পার হয়ে যেতে হয়। আর ফেরি দিয়ে পারাপার হতে গেলে অনেক সময় দেরি হয়ে যায়। তখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকা কিংবা সাম্পানে করে এই নদী পার হতে হয়। এতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। অথচ এখানে একটি সেতু হলে আমাদের এই দুর্ভোগ পোহাতে হতো না।

কাপ্তাইয়ের রাইখালীতে অবস্থিত রাঙামাটি জেলার একমাত্র পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেন জানান, গবেষণা কেন্দ্রের প্রয়োজনে এই ফেরি দিয়ে আমাদের মাঝেমধ্যে পারাপার হতে হয়। বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা দর্শনার্থীরা ফেরি পার হয়ে আমাদের এই গবেষণা কেন্দ্রে ঘুরতে আসেন। এখানে একটি সেতুর বেশি প্রয়োজন। একটি সেতু হলে এলাকার উন্নয়ন ও জীবনযাত্রার মান অনেকটা বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

অপরদিকে কর্ণফুলী নদীর রাইখালী অংশে গুরুত্বপূর্ণ চন্দ্রঘোনা থানা কার্যালয় অবস্থিত। এ বিষয়ে চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা জানান, অনেক সময় ফেরির মধ্যে বা ফেরিতে ওঠার সময় বিভিন্ন যানবাহন অচল হয়ে যায় এবং এসব যানবাহনে অনেক মূল্যবান জিনিসপত্র থাকে। রাত হলেও গাড়ি সচল করতে না পারায় সেখানে পুলিশকে পাহারা দিতে হয়। তাছাড়া ফেরি পারাপার নিয়ে অনেক সময় চালক ও যাত্রীদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, এলাকায় উত্তেজনা দেখা দিলে তখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দিতে হয়। এ নিয়ে থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের মাঝে একটা মানসিক চাপ বিরাজ করে থাকে। সেতু নির্মিত হলে এ ধরনের ঝামেলা আর পোহাতে হতো না।

এদিকে চন্দ্রঘোনা এলাকাবাসীসহ তিন পার্বত্য জেলার জনসাধারণের এই দুঃখ-কষ্ট লাঘবে কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা ফেরিঘাট অংশে একটি সেতু নির্মাণ করার জন্য স্থানীয় বাসিন্দারা আবারও জোর দাবি জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেবিন ক্রুদের আসল কাজ কী

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

জাতীয় দলের কোচিং স্টাফে এবার আইপিএলে কাজ করা অ্যানালিস্ট

আমরা লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে : নেতানিয়াহু

৩ প্যাকেট কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের করুণ পরিণতি

তিস্তার বন্যায় কৃষকের স্বপ্ন ভাসছে অনিশ্চয়তার অথৈ জলে

ব্যাংকিং টিপস / ব্যাংকের সুদের হার ও চার্জ সম্পর্কে সচেতন থাকুন

শতভাগ লুটপাটমুক্ত দল জামায়াতে ইসলামী : ড. মোবারক

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

সিঙ্গারে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১২

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

১৩

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

১৪

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

১৫

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৬

আকিজ গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকবে নানা সুবিধা 

১৭

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

১৮

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

১৯

২৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X