শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৮ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

স্বামী কারাগারে, সন্তান ফেলে উধাও গৃহবধূ

রাজশাহীর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
রাজশাহীর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

রাজশাহীতে দুই সন্তান ফেলে উধাও হয়েছেন শারমিন খাতুন (৩০) নামে এক গৃহবধূ। পরকীয়ার টানে প্রেমিকের হাত ধরে তিনি পালিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। সম্প্রতি নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের নিউ কলোনি এলাকায় স্বামীর বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উধাও হওয়া শারমিন খাতুন নগরীর চন্দ্রিমা থানাধীন নিউ কলোনি এলাকার মো. মানিকের স্ত্রী। স্বামী মানিক একটি মামলায় দুই মাস ধরে কারাগারে রয়েছেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। তাদের মধ্যে ৯ বছর বয়সী ছেলে জাগো ফাউন্ডেশন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র এবং ৫ বছর বয়সী মেয়ে ওই স্কুলে নার্সারিতে পড়ে।

প্রেমিকের হাত ধরে গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনায় স্বামী মানিকের মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। অভিযোগে তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি মানিকের স্ত্রী শারমিন বাবার বাড়ি নওগাঁ জেলার চৌবাড়িয়া গ্রাম থেকে রাজশাহীতে স্বামীর বাসায় ফেরেন। ওই দিনই সন্ধ্যায় ওষুধ কেনার নাম করে বাসা থেকে বের হয়ে যান তিনি। আর যাওয়ার সময় কিস্তির সব টাকাও নিয়ে গেছেন।

পুত্রবধূ পালিয়ে যাওয়ার বিষয়ে মানিকের মা বলেন, পুত্রবধূর শাস্তির জন্য নয়, তাকে ফিরে পেতে থানায় অভিযোগ করেছি। কারণ, ছেলে জেল থেকে ফিরে স্ত্রী হারানোর বেদনা সহ্য করতে পারবে না। এতে আত্মহত্যার মতো ঘটনাও সে ঘটাতে পারে। তাই পুত্রবধূকে ফিরিয়ে দিতে পুলিশের সহযোগিতা চাই।

এ ব্যাপারে মানিকের ছেলে মো. আলিফ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি নানা বাড়ি নওগাঁ জেলার রাধানগর থেকে ভ্যানে করে চৌবাড়িয়া বাসস্ট্যান্ডে আসেন তারা। সেখানে অপেক্ষায় ছিলেন শাওন নামে এক ব্যক্তি ও এক নারী। তাদের সঙ্গে নিয়ে বাসে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন তারা। মায়ের পাশের সিটে বসে থাকা আলিফকে পেছনের সিটে বসতে বলেন শাওন। কিন্তু আলিফ তাতে রাজি না হলে তার সঙ্গে খারাপ আচরণ করে শাওন। পরে শারমিন খাতুনের কথায় সঙ্গে থাকা ওই নারীর পাশে বসেন তিনি। আলিফ তার মায়ের কাছে লোকটির সম্পর্কে জানতে চায়। লোকটি তার বাবার বন্ধু বলে জানান শারমিন খাতুন। পরে রাজশাহীতে এসে বাসায় আসেন শারমিন ও আলিফ। পরে সন্ধ্যায় ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি শারমিন।

বাসে একসঙ্গে আসা শাওন নামে ওই ব্যক্তি সঙ্গে তিনি পালিয়েছেন বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। তাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, এ ঘটনায় থানায় হারানোর অভিযোগ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১০

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১১

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১২

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৩

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৪

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৫

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৬

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১৭

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১৮

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

১৯

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

২০
X