নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫৫ কোটি টাকার মূল্যে ১ হাজার ৬১ বস্তা কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে প্রশাসন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আনন্দবাজারে অভিযান চালিয়ে ১৬টি দোকান ও ৪টি গুদাম থেকে জালগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম। এ সময় নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল আমিনসহ মৎস্য কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কমর-উন নাহার জানান, গোপন সংবাদে উপজেলার আনন্দবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এ সময় ১৬টি দোকান ও ৪টি গুদাম থেকে ৫৬১ বস্তা ১ কোটি ৮৩ লাখ মিটার ও ৫০০ বস্তা চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ৫৪ কোটি ৯০ লাখ ও চায়না দুয়ারী জালের আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ মাছসহ সবধরনের মাছের পোনা রক্ষার্থে সরকার এ ধরনের প্রদক্ষেপ গ্রহণ করেছে।
কারেন্ট জাল মা ইলিশ ও পোনা ধ্বংস করে দেয়। তাই মা ইলিশ ও পোনা রক্ষার্থে সোনারগাঁ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কারেন্ট জালের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন