কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটার সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। ছবি : কালবেলা
কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। ছবি : কালবেলা

জানুয়ারি থেকে মার্চ- এ তিন মাস স্বভাবতই কুয়াকাটায় পর্যটকদের চাপ অনেক বেশি থাকে। গত কয়েক সপ্তাহে সেটা দাঁড়িয়েছে তিন গুণে। এ সপ্তাহে পর্যটকদের আনাগোনা আরও বেশি। পর্যটননির্ভর ব্যবসায়ীরা বলছেন, একটি সপ্তাহ পরেই মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র মাস রমজান শুরু হবে। দীর্ঘ ১ মাস ঘর থেকে তেমন কেউ বের হন না। তাই এ সপ্তাহে উপচে পড়া ভিড় জমিয়েছেন পর্যটকরা।

সরেজমিনে দেখা যায়, কুয়াকাটায় আগত পর্যটকরা ছুটে চলছেন কুয়াকাটার নান্দনিক স্পটগুলো। কেউ কেউ সৈকতে ঢেউয়ের মিতালিতে মেতে উঠছেন। কেউ নিজের ভ্রমণকে স্মৃতি হিসেবে রাখতে তুলছেন সেলফি। সৈকতে পেতে রাখা বেঞ্চে পর্যটকরা বসে উপভোগ করছেন সৈকতের সৌন্দর্য। সৈকতনির্ভর ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়েছে। বিক্রিও বেড়েছে বহুগুণ।

স্থানীয় ও ব্যবসায়ীরা মনে করছেন, রাজনৈতিক অস্থিরতা কমে যাওয়ার পরপরই কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এখন সারাদিনই পর্যটক আসে তবে সাপ্তাহিক ছুটি ও বিশেষ দিনে সেটি তিনগুণ হয়।

কনফিডেন্স ট্যুরিজমের ব্যবস্থাপক মো. সাইদুর রহমান বলেন, শীত বিদায়ের পথে। সামনের সপ্তাহে রমজান শুরু। সব মিলিয়ে মানুষ ঘর থেকে বেরিয়ে প্রকৃতির ছোঁয়া পেতে আসছেন কুয়াকাটায়। সাপ্তাহিক ছুটির কারণে পর্যটকদের বাড়তি চাপ আছে। আমরা আমাদের সেরা সেবাটাই দেওয়ার চেষ্টা করি।

ঢাকা থেকে আগত পর্যটক রুবাইয়াত আসরাফ বলেন, কুয়াকাটা অনেক সুন্দর একটা জায়গা। ঢেউ, বালু আর এখানকার ব্যবস্থাপনা সবকিছুই মুগ্ধ করেছে। তবে ছোট ছোট গাড়ির ভিড়ে হাঁটাই দায়। এগুলো বন্ধ করা দরকার।

সাতক্ষীরা থেকে আগত জাহিদ অভিযোগ করে বলেন, ক্যামেরাম্যানদের এক ধরনের সিন্ডিকেট আছে। ছবি তোলার সময় বলে আপনার পছন্দসই নিবেন, পরে ওদের ইচ্ছেমতো নিতে হয়। এ ছাড়াও ধুলোয় রাস্তায় বের হওয়া যায় না।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, রমজান মাসে পর্যটকরা ‍সাধারণত বের হয় না। তাই অনেক পর্যটক রমজানের আগে একটু ঘুরতে এসেছেন।

আবাসিক হোটেল সি গোল্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আল-আমীন মুসুল্লি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে আমাদের হোটেল রিজার্ভড হয়। রমজানের আগে হয়তো এটাই শেষ আগমনী পর্যটকদের।

হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হাসান বলেন, পদ্মা সেতু হওয়ার পর থেকেই যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে পর্যটকরা কম সময়ে কুয়াকাটা সৈকত দেখতে পারে। এখন পর্যটকরা দিনে এসে দিনেই চলে যায়। যে পরিমাণে পর্যটক কুয়াকাটা আসে তাদেরকে ভালো সার্ভিস দেওয়ার মতো এখনো সে মানের হোটেল গড়ে উঠেনি। পর্যটকদের উপস্থিতি ভালো। আমরা সব সময় পর্যটকদের সেবার মান নিশ্চিত করি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক মনিরুল ইসলাম জানান, পুরো সৈকতে আমাদের প্রশিক্ষিত পুলিশ মোতায়েন আছে। পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা সদা প্রস্তুত। যাতে কোনো রকমের হয়রানির শিকার না হয় পর্যটকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত ঝাল খাবার খাওয়ার আছে লুকানো স্বাস্থ্যঝুঁকি

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রাম বন্দরের সব প্রবেশমুখে অবরোধের ডাক

মঞ্চ থেকে পড়ে আইসিইউতে ‘মিস জ্যামাইকা’

বাইপাইল নয়, আজকের ভূমিকম্পও নরসিংদীতে

প্রশাসনের অনেকে বিশেষ দলের পক্ষে কাজ করছে : এটিএম আজহার

জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি

বিয়ে করলেন অভিনেত্রী মম

প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্টের উদ্বোধন

অসহায়দের জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করলেন সেই রায়হান

১০

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১১

সেদিন রাতে ডিবি কার্যালয়ে খাবার মেন্যু কী ছিল, জানালেন সাংবাদিক সোহেল

১২

বরিশালে ডেঙ্গুতে শিশুসহ দুজনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ২০ হাজারে

১৩

বিএনপির রাজনীতিতে হোন্ডা র‍্যালি নাই-গুন্ডা র‍্যালি নাই : এ্যানি

১৪

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে অদম্য কালবেলা

১৫

রাজধানীর বিজয় সরণিতে মিনিস্টার গ্যালারির যাত্রা শুরু

১৬

মার্কিন চাপে নতি স্বীকার ভারতের

১৭

শীতে ফ্যাশনের নতুন ধরন নিয়ে এলো ভারগো

১৮

অ্যান্টিবায়োটিক বিক্রি নিয়ন্ত্রণে ঔষধ প্রশাসনের নতুন নির্দেশনা

১৯

মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায় : ঢাকা মহানগর দায়রা জজ  

২০
X