শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৫:২৩ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল শরীয়তপুরের ৩ শতাধিক মানুষ

সরকারি শামসুর রহমান কলেজে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত। ছবি : কালবেলা
সরকারি শামসুর রহমান কলেজে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত। ছবি : কালবেলা

উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশনের উদ্যোগে শরীয়তপুরের গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির। শুক্রবার (১ মার্চ) মহাবিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী স্থানীয় তিন শতাধিক মানুষের চক্ষুসেবা দেওয়া হয়।

সকালে এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশনের উপদেষ্টা কর্নেল ইব্রাহিম ফারুক ও উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ঢালি। জিএফবি গ্রুপ ইউএসএর অর্থায়নে ও বন্ধু উন্নয়ন সংস্থা দেবীদ্বারের সার্বিক সহযোগিতা এ চক্ষু শিবিরে অংশ নেওয়া সকল রোগীকে চিকিৎসা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মুমিনুর রহমান, ডা. রিপা ইসলাম, ডা. কুলসুম আক্তার ও ডা. মার্জাহানের টিম। এ সময় তারা সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ ও চশমা বিতরণ করেন।

চক্ষু শিবিরে চিকিৎসা নিতে আসা মনোয়ারা বেগম বলেন, আমি কোনদিন এতো ভালো চিকিৎসা পাই নাই। তারা আমার চোখ দেখছে, ওষুধ দিছে, চশমা দিছে আবার কইছে টাকা ছাড়াই আমার ছানি কাটিয়ে দিবে।

পাঁচ বছরের ছেলের চোখ দেখাতে আসা নাসরিন সুলতানা বলেন, আমার পোলার চোখ চুলকায় আর পানি পড়ে। তাই অরে ফ্রি ডাক্তারের কাছে আনলাম। হেরা আমার পোলাডারে ভালো করে দেখলো আরও কতগুলো ওষুধ ও ড্রপ দিল। আমাগো গরিবের অনেক উপকার হইছে।

ফাউন্ডেশনের সদস্য সচিব খুরশিদ জাহান কুসুম জানান, সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন, শিক্ষা উপকরণ বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, গৃহহীনদের গৃহ নির্মাণসহ বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে আসছে।

এদের মধ্য থেকে উদ্ভাসিত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৪৯ জনের চোখের ছানি অপারেশন করার জন্য ঢাকা মিরপুরে মোস্তাফিজ গ্লুকোমা রিচার্জ ও চক্ষু হাসপাতালে নেওয়া হবে।

সেখানে তাদের চোখের অপরেশন সম্পন্ন হওয়ার পর তাদের নিজ এলাকায় পৌঁছে দেবে বলে ওই প্রতিষ্ঠানের সহসভাপতি জাহান পন্না কিমি জানান। তিনি আরও বলেন, এর আগে তিন মাসে ওই প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন উপজেলার অন্যান্য ৩০০ জন বিভিন্ন রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ১০০ জনের জন্য ঔষধ এবং অন্যদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। এ ছাড়াও করোনা অতিমারিতে প্রায় দুই হাজার পরিবারকে ত্রাণ সহায়তা, মাস্ক বিতরণ ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট পৌর মেয়র আবদুল আউয়াল সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, থানার ওসি পুষ্পেন দেবনাথ, সফুরা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ দৌলত আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান মিঞা, ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেন, গোসাইরহাট ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারি ফোহাদ হাসান, অর্থ সম্পাদক অসীম কুমার কুন্ডু, শিমুল সিকদার, আতাউর রহমান সোহেল, আবুল বাসার ও মো. জাফর আলিসহ অন্যান্য সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

আজ বিশ্ব পুরুষ দিবস

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

১০

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

১১

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

১২

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

১৩

বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

১৪

নিউইয়র্কে ফ্ল্যাট, হীরাখচিত মুকুট ও ব্যক্তিগত বিমান, মিথিলা কি পাবেন সেই স্বপ্নের চাবি?

১৫

বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৭

ডিআরইউ ক্রিকেটে কালবেলার বিশাল জয়, ম্যান অব দ্যা ম্যাচ শেখ হারুন

১৮

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি : রাশেদ প্রধান

১৯

মডেল-অভিনেত্রী জিনা লিমার রহস্যময় মৃত্যু

২০
X