নাটোরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হলো প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড স্টর্ম ৫.০’। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের আয়োজনে এই প্রতিযোগিতা হয়। তিন দিনব্যাপী প্রতিযোগিতার শেষ দিন ছিল সোমবার (৪ মার্চ)।
এ দিন সফটওয়্যার এবং হার্ডওয়্যার শোকেসিং প্রতিযোগিতা হয়। এর আগে প্রোগ্রামিং কন্টেস্ট, আইডিয়া কনটেস্ট, সফটওয়্যার শোকেসিং, হার্ডওয়ার শোকেসিং, ক্যাড কনটেস্ট, গেমিং কনটেস্ট, কুইজ, ইউআই ইউএক্স ডিজাইনসহ আটটি সেগমেন্টে প্রতিযোগিতা হয়। এসবে ৪৫৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহিনুর আলম বলেন, প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ পূরণে আর মনে হয় বেশি দেরি নেই। আমাদের শিক্ষার্থীরা এমনই উদ্ভাবন করেছে, যা দেখে আমরা সত্যি অভিভূত ও আনন্দিত। এমন প্রতিযোগিতার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর বের হয়ে আসবে।
মন্তব্য করুন