চট্টগ্রামের চার তারকা হোটেলে পোল্যান্ডের একজন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৪ মার্চ) সকালে নগরের জিইসি মোড়ের পেনিনসুলা হোটেলের ৯১৫ নম্বর কক্ষের বিছানায় ওই নাগরিকের মরদেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগরের কোতোয়ালী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নোবেল চাকমা।
কালবেলাকে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। কী কারণে তার মৃত্যু হয়েছে তাও জানা যায়নি। মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান নোবেল চাকমা।
মন্তব্য করুন