শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
রইচ উদ্দিন আহম্মেদ, মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় দখল হয়ে যাচ্ছে কৃষি কর্মকর্তাদের কোয়ার্টার

নওগাঁর মান্দায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের কোয়ার্টার। ছবি : কালবেলা
নওগাঁর মান্দায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের কোয়ার্টার। ছবি : কালবেলা

নওগাঁর মান্দায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের কোয়ার্টারগুলো দীর্ঘ ৪০ বছরেও সংস্কার করা হয়নি। মূলত প্রতিটি ইউনিয়নে কৃষি সেবা, পরামর্শ এবং কৃষকদের কাছে সার, বীজসহ অন্যান্য কৃষি উপকরণ দেওয়ার লক্ষ্যে এই কোয়ার্টারগুলো নির্মাণ করা হয়েছিল। সংরক্ষণ ও সংস্কারের অভাবে এগুলো এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে কৃষিসেবা থেকে যেমন বঞ্চিত হচ্ছেন কৃষক, তেমনি পরিণত হয়েছে এলাকার লোকজনের কোয়ার্টার দখলসহ মাদকসেবীদের আখড়া। যেন দেখার কেউই নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মোট ১৪টি উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিএস কোয়ার্টার রয়েছে। এর মধ্যে কুসুম্বা ইউনিয়নে ১টি নতুন ভবন নির্মাণ হয়েছে। বর্তমানে এখন ১৩টি কোয়ার্টারগুলো মধ্যে পরিত্যক্তসহ ৩টি কোয়ার্টার নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাই বসবাস করছেন না কোনো উপসহকারী কৃষি কর্মকর্তা। ১৯৬২ সালের দিকে তৎকালীন সরকার এই ভবনগুলো প্রথমে সিড গোডাউন হিসেবে নির্মাণ করে। পরে এই কর্মসূচি বাতিল করা হলে সরকার সিড গোডাউনগুলো ১৯৮০ সালের দিকে ইউনিয়ন পর্যায়ে কর্মরত কৃষি বিভাগের মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা বসবাসের জন্য সংস্কার করে কোয়ার্টারে পরিণত করা হয়। মূলত ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকদের পরামর্শ ও সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এখান থেকেই খুব সহজেই সার, বীজসহ অন্যান্য কৃষি উপকরণগুলো পৌঁছে দেওয়া হতো। মাত্র ৫০ টাকা ভাড়ায় উপসহকারী কৃষি কর্মকর্তারা এসব কোয়ার্টারে থাকতেন।

সরেজমিনে কোয়ার্টার ঘুরে দেখা যায়, উপজেলার কশব ইউনিয়ন পাঁজরভাঙ্গা বাজারে উপসহকারী কৃষি কর্মকর্তাদের ৮ শতক জমির ওপর কোয়াটার জরাজীর্ণ হয়ে বেহাল দশা অবস্থায় পড়ে আছে। সেখানে জনৈক মহিলা দখল করে বসবাস করছেন। কোয়ার্টার এর পার্শ্বে আবর্জনার স্তূপ। কোয়ার্টারে একটি বাথরুম, একটি রান্নাঘর ও দুটি কক্ষ রয়েছে। চুরি হয়েছে দরজা-জানালা।

উপজেলার কশব ইউনিয়নের চকসিদ্ধেশ্বরী গ্রামের কৃষক মো. কয়রুল হাসেম মন্ডল বলেন, এক সময় যখন এই এলাকায় কোয়ার্টার চালু ছিল তখন আমরা কৃষি সেবা পেতাম। বর্তমানে কোয়ার্টার না থাকায় ঠিকমতো সেবা পাচ্ছি না এবং কৃষি পরামর্শের জন্য অনেক দূরে উপজেলা কৃষি অফিসে যেতে হচ্ছে। আমাদের দাবি, এই কোয়ার্টারগুলো আগের মতো ফিরে আসুক।

একই ইউনিয়নের পাঁজরভাঙ্গা গ্রামের কৃষক মো. এলাহী বক্স বলেন, ওই সময় বিএস কোয়ার্টার থাকার কারণে সরাসরি জমিতে গিয়ে তারা পরামর্শ দিতেন। বর্তমানে কোয়ার্টার না থাকায় সার, বীজ ও কৃষি সেবা ঠিকমতো পাই না। এতে আমাদের কৃষিকাজ করতে খুব সমস্যা হচ্ছে। আমরা চাই এই কোয়ার্টারগুলো আবার চালু হোক।

স্থানীয় বাসিন্দা মো. মোজাফফর হোসেন বলেন, এক সময় কোয়ার্টার থাকা অবস্থায় আমরা সার, বীজ ও কৃষি পরামর্শ পেয়েছি। কিন্তু কালের বিবর্তনে এই কোয়ার্টারগুলো নষ্ট হওয়ার ফলে এবং সেখানে কৃষি কর্মকর্তা না থাকায়, আমরা কৃষি সেবা থেকে আজ বঞ্চিত। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে আমাদের সরকারের কাছে জোর দাবি, এই কোয়ার্টারগুলো সংস্কার করে পুনরায় কৃষি কার্যক্রম চালু করা হোক।

মান্দা উপজেলা প্রবীণ উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সামাদ খান বলেন, একসময় ইউনিয়ন পর্যায়ে কোয়ার্টারগুলোতে আমারা থাকতাম। আমাদের কাছে কৃষকরা আসত আমরা কৃষি সেবা ও পরামর্শ দিতাম। কিন্তু ওইসব কোয়ার্টার বসবাসের জন্য অনুপযোগী এবং নদীগর্ভে বিলীন হওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে অনত্র বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করছি।

এ বিষয়ে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, ৩০ বছর বা তারও আগের (বীজাগার) কোয়ার্টারগুলো কালের বিবর্তনে পরিত্যক্ত হয়ে পড়েছে। তবে আমাদের কৃষি সম্প্রসারণ উদ্যোগ নিয়েছে ওইসব পরিত্যক্ত কোয়ার্টারগুলো ভেঙে নতুন করে ভবণ নির্মাণ করা হবে। ইতিমধ্যে উপজেলার কুসুম্বা ইউনিয়নে একটি তিনতলা বিশিষ্ট নতুন ভবণ নির্মাণ করা হয়েছে। সেখানে তিনজন উপসহকারী কৃষি কর্মকর্তা থাকবে। এ ছাড়াও সেখানে কৃষকদের প্রশিক্ষণসহ কৃষিসেবা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস কোচ

‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা

‘নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা’

লজ্জাবতী বানরের প্রধান খাদ্য জিগার গাছের আঠা!

নুরের শারীরিক সর্বশেষ অবস্থা জানালেন রাশেদ

১০

আকাশ বহুমুখী সমবায় সমিতি ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১১

শ্রীমঙ্গলে পর্যটক নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ 

১২

মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে : ডা. তাহের

১৩

২০ বল করার জন্য ৩৪ হাজার কিলোমিটার উড়ে যাচ্ছেন অজি স্পিনার

১৪

সড়কে নিয়ম ভাঙার মহোৎসব / যানজট নিরসনে ভুমিকা নেওয়ায় সুবিধাভোগীদের রোষানলে পুলিশ কর্মকর্তা

১৫

বালু উত্তোলনের লাইভ প্রচার করায় নির্যাতন

১৬

দেয়াল-পিলারে ফাটল, মেঝেও ধসে গেছে সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পের

১৭

কাকরাইল রণক্ষেত্র, পুলিশি প্রটোকলে কার্যালয় ছাড়লেন জিএম কাদের

১৮

‘প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো’

১৯

নদী ভাঙনের কবলে আশ্রয়ন প্রকল্প ও ৭১ পরিবার

২০
X