লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পচা আম বিক্রি নিয়ে সংঘর্ষে আজিজার রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আজিজার রহমান (৭০) পার্শ্ববর্তী রংপুর জেলার গংগাচড়া উপজেলার লক্ষ্ণীটারী ইউনিয়নের চর ইচলি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজুল মার্কেটে আম বিক্রি করেন আনারুল ইসলাম। সোমবার (১০ জুলাই) আম বেচাকেনা নিয়ে স্থানীয় শাহিন ও শামিমের বাগ্বিতণ্ডা হয়। পর দিন মঙ্গলবার তাদের মধ্যে পুনরায় বাগ্বিতণ্ডা হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় শাহিন ও শামিম আম বিক্রেতা আনারুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে পাশেই দোকানে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান হামলার শিকার হন। পরে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
কালীগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, আম বিক্রি নিয়ে দুপক্ষের সংঘর্ষে পাশে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন