জাফর ইকবাল, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে আগাম জাতের আলুর বাম্পার ফলন

আগাম জাতের আলু। ছবি : কালবেলা
আগাম জাতের আলু। ছবি : কালবেলা

দিনাজপুরের চিরিরবন্দরে আগাম জাতের আলু তুলতে শুরু করেছেন চাষিরা। আবহাওয়া ভালো থাকায় এবার উৎপাদন খরচ কম। আলুর বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় আগাম জাতে আলু চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। কৃষকের জমি থেকে ৪৩ টাকা কেজি দরে আলু কিনে নিয়ে যাচ্ছে পাইকাররা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় ২০ হাজার ৫৯০ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। এর মধ্যে আগাম জাতের আলু চাষ হয়েছে ১১ হাজার হেক্টর জমিতে। এবার আগাম জাতের আলু হেক্টার প্রতি ফলন হয়েছে ১৭ টন।

জেলার চিরিরবন্দর উপজেলার কৃষক ময়ছার আলী বলেন, এবার আগাম জাতের আলু লাগিয়েছি। দেড় বিঘা জমিতে মাত্র ৫৫ দিন পরে খেত থেকে নতুন আলু তুলতে শুরু করেছি। এ বছর আলুর ফলন বেশ ভালো হয়েছে। এবার আবহাওয়া ভালো থাকায় কীটনাশক স্প্রে করতে হয়নি। দেড় বিঘা জমিতে আলুর উৎপাদন খরচ হয়েছে ৩০ হাজার টাকা। আলু বিক্রি করার জন্য হাটে নিয়ে যেতে হচ্ছে না। পাইকাররা জমি থেকে আলু ৪৩ টাকা কেজিতে কিনে নিয়ে যাচ্ছে। দেড় বিঘা জমিতে উৎপাদন খরচ বাদ দিয়েও প্রায় দুই লাখ টাকা লাভ হবে আশা করছি।

কৃষক আব্দুল মতিন বলেন, আগাম জাতের আলু ১ বিঘা জমিতে লাগিয়েছি। ফলন ভলো হয়েছে গতবছর লাভ করতে পারি নাই এবার লাভবান হব। এবার এককেজি আলু জমি থেকে ৪৩ টাকা থেকে ৪৪ টাকা করে পাইকারি বিক্রি করছি। গতবছর ৮ টাকা থেকে ১০ টাকা বিক্রি করছি।

কৃষক রফিকুল ইসলাম বলেন, আমি তিন বিঘা জমিতে আগাম জাতের আলু লাগিয়েছি ইতোমধ্যে প্রায় ১০ কাটা জমির আলু ক্ষেত থেকে তুলতে শুরু করেছি। তিন বিঘা জমিতে আমার খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকার মতো। আলু যে হারে এবার ফলন হয়েছে, তাতে উৎপাদন খরচ বাদ দিয়ে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা লাভ হবে। গত বছর আলুর দামটা কম ছিল, উৎপাদন খরচটা বেশি ছিল। এবার আলুর বাজার ভালো, আবার ফলন ভালো হয়েছে। তাই এবার লাভ একটু বেশি হচ্ছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাব বলেন, কৃষকরা ফসলের মাঠ থেকে আগাম জাতের আলু উত্তলন শুরু করেছে। আলু চাষিদের কৃষি অফিস থেকে সব ধরনে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়েছে। আগাম জাতের আলুর ফলন তুলনামূলক কম হয় তারপরেও এবার ফলন মোটামুটি ভালো হয়েছে। কৃষকরা বর্তমান বাজারে আলু দাম বেশ ভালো পাচ্ছে। এরপরের মৌসুমে আগাম জাতের আলু লাগানোর জন্য কৃষকদের উদ্বুদ্ধ হচ্ছে।

চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, আগাম জাতের আলু চাষিরা ৫৫ থেকে ৬০ দিনে ফসল উত্তোলনের পর আবার তার ভুট্টা ও বোর ধান লাগাবে। আগে ধান কেটে জমি ফেলে রাখতেন কৃষকরা এখন ৩টি ফসল উৎপাদন করছে কৃষকরা। এবার আগাম জাতের আলু হেক্টার প্রতি ফলন হয়েছে ১৭ টন। বাজারে আলু দাম ভালো থাকায় আগাম জাতের আলু চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে হামলা, ৪৬ শিশুসহ নিহত ১১৪

আমনের ভালো ফলনে কৃষকের মুখে হাসি

ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুল ট্রাইব্যুনালে

একনজরে দেখে নিন বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসূচি

জুলাই একটি আদর্শিক ভিত্তির ওপর রচিত হয়েছে : জাহিদুল ইসলাম

বুসকেটস ও আলবার বিদায়ী ম্যাচে এমএলএসের রাজা মেসি

৭ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা, দেখে নিন কবে কার ম্যাচ

জুলাইয়ের ১১৪ শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ

১০

জামায়াত নেতাকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

১১

টিভিতে আজকের যত খেলা

১২

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৩

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও

১৪

শীতের দাপটে কাঁপছে তেঁতুলিয়া

১৫

মধ্যপ্রাচ্য নীতি পাল্টে দিলেন ট্রাম্প

১৬

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, যেভাবে গ্রেপ্তার হলো খুনি

১৭

৫৬০০ নতুন সেনা মোতায়েন করল ভেনেজুয়েলা

১৮

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৯

গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৩ জনের মৃত্যু

২০
X