শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

হরিরামপুরে মাছের রাজ্য ভাতছালা বিলে সবুজ ধানের সমারোহ

হরিরামপুরে ভাতছালা বিলে সবুজের সমারোহ। ছবি : কালবেলা
হরিরামপুরে ভাতছালা বিলে সবুজের সমারোহ। ছবি : কালবেলা

মানিকগঞ্জের হরিরামপুরে মিঠা পানির মাছের অভয়ারণ্যখ্যাত ৩টি বৃহৎ বিলের মধ্যে ভাতছালা বিল অন্যতম। এই বিলটি উপজেলার চালা ইউনিয়নের প্রায় ২২টি গ্রামের মাঝখানে অবস্থিত। এখানে বর্ষাকালে যেমন মাছের অভয়ারণ্য হিসেবে পরিচিত। তেমনি বর্ষার পানি চলে যেতেই হয়ে উঠে কৃষিনির্ভর। ফলে চলতি রবি মৌসুমে এ বিলের চতুর্দিকে অন্যান্য ফসলের পাশাপাশি স্থানীয় কৃষকরা ব্যাপক পরিমাণে চাষ করেছে বোরো ধান। ফলে সবুজ ধানের সমারোহে পরিণত হয়েছে এক নৈসর্গিক সৌন্দর্যের লীলা ভূমি।

সরেজমিনে দেখা যায়, দিগন্ত জোড়া ফসলের মাঠ। যতদূর চোখ যায় প্রায় এক ফুট উঁচু বোরো ধানের গাছগুলোর সবুজ পাতা বাতাসে দোল খেতে দেখা যায়। পুরো বিলজুড়ে দেখা যায় বেশ কয়েকটি সেচ মেশিন। বোরো ধানক্ষেতে পানি দিচ্ছে।

স্থানীয়রা জানান, তৎকালীন সময় থেকেই দক্ষিণ মানিকগঞ্জের সর্ববৃহৎ বিল হিসেবে পরিচিত। এখানে মাছের পাশাপাশি প্রচুর পরিমাণে আমন ও বোরো ধান চাষ হতো। ফলে এ বিলের নামকরণ করা হয় ভাতছালা বিল। এই বিলের চতুর্দিকে দিকে রয়েছে প্রায় ২২ গ্রাম। ২২টি গ্রামের মানুষের জমি রয়েছে বিলটিতে। আগের মতো এখন আর বর্ষা না হওয়ায় মাছের পরিমাণ অনেকটাই কম। তবে বর্ষার পানি শুকিয়ে যেতেই সরিষা, পিয়াজ, ভুট্টা ও বোরো ধানসহ বিভিন্ন ধরনের ফসলের আবাদ করেন স্থানীয় কৃষকেরা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার ১৩টি ইউনিয়নে প্রায় ১০টি জাতের বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৮৩০ হেক্টর জমি। আর ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯৮০০ টন। এর মধ্যে চালা ইউনিয়নের ৩টি ব্লকের মধ্য সট্টি ব্লকের আওতায় ৩০০ হেক্টর জমির মধ্যে ভাতছালা বিলেই বোরো ধানের আবাদ হয়েছে প্রায় ২০০ হেক্টর জমিতে।

চালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ইজদিয়া গ্রামের রায়হান মোল্লা জানান, আমি ২ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। ফলন ভাল হলে ৫০ মণ ধান হতে পারে। এক সময় এখানে অনেক ধান চাষ হতো। ধান চাষ থেকেই কিন্তু এই বিলের নাম হয়েছে ভাতছালা বিল। মুরব্বিদের মুখে শুনেছি, আগে না কি ফাল্গুন মাসে এই বিলের মাঝামাঝিতে ২০ ফুটেরও বেশি পানি থাকত। আর তখন মাছ পাওয়া যেত প্রচুর পরিমাণে। কালে কালে মাটিতে ভরাট হয়ে বিলের গভীরতা এখন নেই বললেই চলে। এখন মাছের চেয়ে ফসলাদিই বেশি হয়। ধান, পাট, ভুট্টা, সরিষা, পিঁয়াজসহ নানা রকম ফসলের চাষ হয়।

একই গ্রামের কুব্বাত বিশ্বাস জানান, আমি আড়াই বিঘা জমিতে বোরো ধান লাগাইছি। এর আগে সরিষা বুনছিলাম। সরিষা তুলে বোরো ধান লাগাইছি। ধান ভালো হলে ছয় মাস খাওয়ার কাজ চলবে। বাকি ছয় মাস হয়তো কিনে খেতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, অন্যান্য ফসলের পাশাপাশি বোরো ধান আবাদের পরিমাণ অনেকটা ভালো। আমরা চেষ্টা করছি ধানের আবাদ এবং উৎপাদনটা কীভাবে বৃদ্ধি করা যায়। সেজন্য কৃষকদের যথাযথ পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতার চেষ্টা করছি। পাশাপাশি প্রান্তিক কৃষকরা যেন সার, বীজ ঠিকমতো পায় সেদিকেও আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে। বিল বাঁওড় সাধারণত মাছের জন্য বিখ্যাত হওয়ার কথা। সেখানে আজ পর্যাপ্ত পরিমাণে ধান চাষ হচ্ছে। এটা আমাদের দেশের খাদ্য ঘাটতি মোকাবিলায় অবশ্যই সহায়ক হবে বলে আমি মনে করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা–ব্রাজিল?

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

১০

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

১১

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

১২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

১৩

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১৪

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৫

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১৬

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১৭

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১৮

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১৯

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

২০
X