কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৩:২১ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ
ক্যাম্পে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

দ্রুত দেশে ফিরতে চায় রোহিঙ্গারা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ছবি : কালবেলা
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (১২ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় দলটি।

প্রতিনিধি দলে আছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) এশিয়া দপ্তরের উপসহকারী প্রশাসক অঞ্জলী কৌর।

ক্যাম্পে পৌঁছে প্রথমে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন তারা। সেখান থেকে ক্যাম্প এলাকায় জাতিসংঘসহ যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চলমান কার্যক্রম পরিদর্শন কথা রয়েছে। একই সঙ্গে কমিউনিটি নেতা, ইমাম, যুবকসহ রোহিঙ্গা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ে অংশ নিবেন উজরা জেয়া ও তার সফরসঙ্গীরা।

ক্যাম্প এলাকা পরিদর্শনের পর কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে একটি বৈঠক অংশ নিবে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দল।

রোহিঙ্গা নেতা মোহাম্মদ আমিন বলেন, ক্যাম্পের পরিস্থিতি আমাদের ভাবিয়ে তুলছে। যুক্তরাষ্ট্রের মতো দেশকে জানাতে চাই, আমরা মর্যাদা নিয়েই দ্রুত দেশে ফিরতে চাই।

এদিকে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের এই সফরকে ঘিরে ক্যাম্প এলাকাজুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ক্যাম্পের প্রবেশমুখে চলছে তল্লাশি, সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৮ এপিবিএন-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের এই সফরকে কেন্দ্র করে ক্যাম্পজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

উল্লেখ্য, ৫ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম এ খান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্যেই এবাদুল্লাহ নামে এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (মাঝি) হত্যা করা হয়। এর দুদিন পর ৮ জুলাই রোহিঙ্গাদের দুই সশস্ত্র সংগঠন আরএসও ও আরসার সদস্যদের মধ্যে সংঘর্ষে মারা যায় পাঁচজন। আজ যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / কেন পাকিস্তান-তালেবানদের মধ্যে সমঝোতা সহজ নয়

রাকসুতে ১১ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

শিগগির উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

রাকসু নির্বাচন / নবাব আব্দুল লতিফ হলের ফল ঘোষণা

রাকসুতে ৮ হলের ফল ঘোষণা

রাকসু নির্বাচন / শের-ই বাংলা হলের ফল ঘোষণা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি

রাকসুতে জুলাই-৩৬ হলের ফল ঘোষণা

রাকসু নির্বাচন / রহমতুন্নেসা হলের ফল ঘোষণা

জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক : খালেদা জিয়া

১০

সম্মতি ছাড়াই ঢাবির দুই অধ্যাপককে কমিটিতে রাখল ইউটিএল

১১

ঢাকায় ১০ কোটি টাকার বাজেটে নারী কাবাডি বিশ্বকাপ

১২

রাকসু নির্বাচন / খালেদা জিয়া হলের ফল ঘোষণা

১৩

রাকসুতে ৩ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

১৪

সেমিফাইনালে থামলেন জারিফ

১৫

বরিশালে কালবেলার বর্ষপূর্তি উদযাপন / ‘আগামী দিনেও জনগণের কথা বলবে কালবেলা’

১৬

রাকসুতে রোকেয়া হলের ফল ঘোষণা

১৭

পুরো ভবনটিই জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ

১৮

রাকসুর এক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএসে এগিয়ে শিবির

১৯

তিন পেরিয়ে চারে কালবেলা / সত্য-সুন্দর-সাহসের অভিযাত্রায় নতুন স্বপ্ন

২০
X