কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১০:৪১ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাইয়ে বন্যহাতি হত্যার ঘটনায় বন বিভাগের মামলা

মাটিতে পুঁতে রাখা মৃত হাতির হাড় উদ্ধার করে বন বিভাগ । ছবি : কালবেলা
মাটিতে পুঁতে রাখা মৃত হাতির হাড় উদ্ধার করে বন বিভাগ । ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে হাতি হত্যার পর পুঁতে রাখার অপরাধে বন্যপ্রাণী আইনে একটি মামলা করা হয়। হাতির হাড়গোড় উদ্ধারের পর দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় এ মামলা করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) মামলাটি করেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাইখালী ইউনিয়নের কারিগর পাড়াস্থ রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ সন্ধ্যায় রাইখালী ইউনিয়নের ডংনালা আমতলীস্থ চন্দনাইয়া কাঁটাপাহাড়ের নিচে ডংনালা গ্রামের রাইখালী ইউনিয়নের বাসিন্দা চায়থুই মারমার ছেলে উষামং মারমা (৩৮) ও একই এলাকার বাসিন্দা কালাচান মারমার ছেলে উথোয়াই প্রু মারমা (৪৬) এ দুজনসহ ১৫-২০ জন দুষ্কৃতকারী একটি বন্যহাতিকে হত্যা করেছে।

গোপন সূত্রে সংবাদটি জানার পর রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বন কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির পর দেখতে পায় দুষ্কৃতকারিরা ওই বন্যহাতিকে হত্যা করে হাতির মাংস ভাগ ভাটোয়ারা করে নিয়ে যায়। পরবর্তীতে হাতির দেহের অংশবিশেষ হাড়, নাড়ি-ভুঁড়ি, চোয়ালের নিচের অংশ মাটিতে গর্ত করে পুঁতে রাখে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর কর্তৃপক্ষের নির্দেশে কাপ্তাই উপজেলা পশু চিকিৎসা কেন্দ্রের সার্জন ডা. মো. জাকিরুল ইসলামকে জানালে তিনি সরজমিনে ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে মাটির নিচে বন্যহাতির মাংসবিহীন পায়ের হাড়, কিছু মাংস, মল, রক্তমিশ্রিত বালু ময়নাতদন্তের জন্য সংগ্রহ করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৯ ফেব্রুয়ারি সকাল প্রায় ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে যে কোনো সময় হাতিটিকে হত্যা করা হয়েছে। বিবাদীরা উক্ত ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল। উক্ত তারিখে ঘটনার দিন বিবাদীগণ যোগসাজশ করে সংঘবদ্ধভাবে বন্যহাতিটি হত্যা করে দেহের অনান্য অংশ ভাগভাটোয়ারা করে নেন। যা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে।

মামলার বাদী রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, বন্যহাতি সুরক্ষায় আমরা প্রতিনিয়ত কাজ করছি। কিন্তু রাইখালীতে হাতি হত্যার মতো জঘন্য কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ মামলাটি দায়ের করেছি। অনেকটা নিশ্চিত হয়ে ঘটনায় জড়িত দুই ব্যক্তির নাম এবং সঙ্গে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চন্দ্রঘোনা থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম জানান, বন বিভাগ থেকে হাতি হত্যার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের কাছে ক্ষমা চান, জামায়াতকে ফারুক 

মোদির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ‘এখন শেষ’

মাঠের মধ্যেই মারা গেলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক (ভিডিও)

বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকে : রহমাতুল্লাহ

ইউটিউব দেখে আনার চাষ, দেখতে যেন কাশ্মীরের বাগান 

তিন মাসে স্বর্ণের দামে রেকর্ড উত্থান

প্রলোভনের ঊর্ধ্বে ওঠাই জনপ্রতিনিধিদের প্রধান কাজ : ফাওজুল কবির

ভারী বর্ষণের শঙ্কা ৩ বিভাগে

শবনম ফারিয়াকে সারজিসের পরামর্শ

নদীর উচ্ছেদকে কেন্দ্র করে উত্তাল কক্সবাজার

১০

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল আরও তিন দেশ

১১

সিআইডির ওপর হামলা, যুবক আটক

১২

শুল্কের প্রভাব কমাতে এসি, চা ও স্কুল সরঞ্জামের দাম কমাচ্ছে ভারত

১৩

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে স্বপ্নের কথা জানালেন জামায়াত আমির

১৪

গুরুতর অভিযোগে আর্জেন্টিনাকে কোটি টাকার জরিমানা ফিফার

১৫

সুরমা নদীতে ভাসছিল জমিয়ত নেতার মরদেহ

১৬

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলাদেশ

১৭

পাকিস্তানে ভয়াবহ বন্যার পেছনে অস্ত্র হিসেবে পানি ব্যবহার করছে ভারত? 

১৮

অশ্লীল স্পর্শের শিকার অক্ষয় কুমার

১৯

শিশু তাসনুহার বস্তাবন্দি লাশ উদ্ধার, চাচা-চাচি আটক

২০
X