কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১০:৪১ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাইয়ে বন্যহাতি হত্যার ঘটনায় বন বিভাগের মামলা

মাটিতে পুঁতে রাখা মৃত হাতির হাড় উদ্ধার করে বন বিভাগ । ছবি : কালবেলা
মাটিতে পুঁতে রাখা মৃত হাতির হাড় উদ্ধার করে বন বিভাগ । ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে হাতি হত্যার পর পুঁতে রাখার অপরাধে বন্যপ্রাণী আইনে একটি মামলা করা হয়। হাতির হাড়গোড় উদ্ধারের পর দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় এ মামলা করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) মামলাটি করেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাইখালী ইউনিয়নের কারিগর পাড়াস্থ রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ সন্ধ্যায় রাইখালী ইউনিয়নের ডংনালা আমতলীস্থ চন্দনাইয়া কাঁটাপাহাড়ের নিচে ডংনালা গ্রামের রাইখালী ইউনিয়নের বাসিন্দা চায়থুই মারমার ছেলে উষামং মারমা (৩৮) ও একই এলাকার বাসিন্দা কালাচান মারমার ছেলে উথোয়াই প্রু মারমা (৪৬) এ দুজনসহ ১৫-২০ জন দুষ্কৃতকারী একটি বন্যহাতিকে হত্যা করেছে।

গোপন সূত্রে সংবাদটি জানার পর রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বন কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির পর দেখতে পায় দুষ্কৃতকারিরা ওই বন্যহাতিকে হত্যা করে হাতির মাংস ভাগ ভাটোয়ারা করে নিয়ে যায়। পরবর্তীতে হাতির দেহের অংশবিশেষ হাড়, নাড়ি-ভুঁড়ি, চোয়ালের নিচের অংশ মাটিতে গর্ত করে পুঁতে রাখে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর কর্তৃপক্ষের নির্দেশে কাপ্তাই উপজেলা পশু চিকিৎসা কেন্দ্রের সার্জন ডা. মো. জাকিরুল ইসলামকে জানালে তিনি সরজমিনে ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে মাটির নিচে বন্যহাতির মাংসবিহীন পায়ের হাড়, কিছু মাংস, মল, রক্তমিশ্রিত বালু ময়নাতদন্তের জন্য সংগ্রহ করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৯ ফেব্রুয়ারি সকাল প্রায় ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে যে কোনো সময় হাতিটিকে হত্যা করা হয়েছে। বিবাদীরা উক্ত ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল। উক্ত তারিখে ঘটনার দিন বিবাদীগণ যোগসাজশ করে সংঘবদ্ধভাবে বন্যহাতিটি হত্যা করে দেহের অনান্য অংশ ভাগভাটোয়ারা করে নেন। যা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে।

মামলার বাদী রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, বন্যহাতি সুরক্ষায় আমরা প্রতিনিয়ত কাজ করছি। কিন্তু রাইখালীতে হাতি হত্যার মতো জঘন্য কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ মামলাটি দায়ের করেছি। অনেকটা নিশ্চিত হয়ে ঘটনায় জড়িত দুই ব্যক্তির নাম এবং সঙ্গে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চন্দ্রঘোনা থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম জানান, বন বিভাগ থেকে হাতি হত্যার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উইকেট ‘উপহার’ দিলেন শান্ত, ৩ উইকেট হারাল বাংলাদেশ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে স্বর্ণের ‘দুবাই ড্রেস’ 

পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

‘শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান না, এমন উপদেষ্টা দরকার নেই’

ল্যাপটপের ব্যাটারি দ্রুত খারাপ হয় যে ৬ ভুলে

আবু ত্ব-হা ও সাবিকুন নাহার দ্বন্দ্ব, সর্বশেষ যা জানা গেল

নতুন গানে মিলন

সহজ ঘরোয়া ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কিছুটা অসামঞ্জস্য দেখা দিতে পারে : শামীম সাঈদী

১০

তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টে লেগে গেল আগুন

১১

বর্ষার কাছে প্রাণভিক্ষা চেয়েও শেষ রক্ষা হয়নি জোবায়েদের

১২

এয়ারপোর্টের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ : আমান

১৩

নেইমারকে নিয়ে তীব্র সমালোচনা ব্রাজিল কিংবদন্তির

১৪

ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই

১৫

জুবায়েদ হত্যার পেছনের কারণ জানাল পুলিশ

১৬

লোহাগাড়ায় ছাদধসে দিনমজুরের মৃত্যু

১৭

জোবায়েদকে খুনের সময় সশরীরে উপস্থিত ছিলেন বর্ষা : পুলিশ

১৮

ইংরেজিতে সাবলীল কথা বলার ৭ বাধা ও সমাধান

১৯

প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল

২০
X