টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশে যোগ দেওয়ার পথে হামলার শিকার বিএনপির ১২ নেতাকর্মী

টাঙ্গাইলে হামলার শিকার বিএনপি নেতাকর্মীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি : কালবেলা
টাঙ্গাইলে হামলার শিকার বিএনপি নেতাকর্মীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি : কালবেলা

ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে গিয়ে টাঙ্গাইলে ১২ জন নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) রাত ২টার দিকে জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ধনবাড়ী উপজেলা বিএনপির নেতারা।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মহব্বত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব মির্জা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ হোসেন যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম, বানিয়াজান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোবায়ের হোসেন অন্তর, যদুনাথপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সুমন, মুসুদ্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি স্বাধীন, যদুনাথপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন খানসহ ১২ জন নেতাকর্মী।

ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজুর রহমান জানান, বুধবার ঢাকায় বিএনপির সমাবেশে যোগদান করার জন্য মঙ্গলবার রাতে ধনবাড়ীর নেতাকর্মীরা গোপালপুর দিয়ে ঢাকায় যাওয়ার পথে হামলার শিকার হয়। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গাড়িতে থাকা ১২ জনকে গুরুত্বর আহত করেছে। এ ছাড়া একটি মাইক্রোবাসও তারা ভাঙচুর করেছে।

তিনি আরও জানান, এ বিষয় গোপালপুর থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাটির বিষয়ে দেখবেন বলে জানিয়েছেন। এ ছাড়া হামলার ঘটনাটি জেলা ও ঢাকায় ঊর্ধ্বতন নেতাদের অবহিত করা হয়েছে। যেহেতু ঢাকায় সমাবেশে নেতাকর্মীরা চলে গেছেন তাই পরে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সুরুজ বলেন, এটা গভীর রাতের ঘটনা। আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের এ সমস্ত কিছু করতে হবে না। আমরা সবসময়ই শান্তির পক্ষে। এটা অন্য উপজেলার লোক গাড়িতে করে এত রাতে যাচ্ছে সেটাকে রাজনীতিকভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজামিল শাহিন বলেন, আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তা না হলে জেলা বিএনপি এ ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলবে। এ ঘটনায় ধিক্কার জানাই আওয়ামী লীগকে। এ সমস্ত হামলা করে নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না। ঢাকার সমাবেশ থেকে ফিরে এ ব্যাপারে সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করব।

গোপালপুর থানার ওসি মো.মোশারফ হোসেন বলেন, ঘটনা জানার পরই ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে কাউকে পায়নি। পরে জেনেছি তাদের নাকি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা কে বা কারা করেছে বিষয়টি জানা যায়নি। তবে এই বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির এমপি প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

ট্রাম্পের মহানুভবতা, ক্ষমা পেল দুই টার্কি মুরগি

ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

ঘরে বসেই ৬০ সেকেন্ডের পরীক্ষায় জেনে নিন আপনার ফুসফুসের অবস্থা কেমন 

খেলোয়াড়ের ওপর ভেঙে পড়ল বাস্কেটবলের পোল

বাউল শিল্পীদের ওপর ফের হামলা

২৩ মাস পর গ্যাস সংযোগ পেল যমুনা সার কারখানা

কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন

সুখবর পেলেন মহিলা দলের নেত্রী পাপিয়া

কিডনির রোগ নিয়ে প্রচলিত ১৭ ভুল ধারণা, সত্যতা জেনে নিন এখনই

১০

শেখ হাসিনার স্বর্ণ নিয়ে যে তথ্য দিলেন দুদক মহাপরিচালক

১১

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে জবি শিক্ষার্থী সংসদ নির্বাচনে ডোপ টেস্ট স্থগিত

১২

স্বর্ণের দামে বড় লাফ, দুই সপ্তাহে সর্বোচ্চ

১৩

ভর্তি ফি কমানোর দাবিতে চবিতে অবস্থান কর্মসূচি

১৪

হরিণের মাথা-পা-মাংস ও ফাঁদসহ শিকারি আটক

১৫

প্রসূতির মরদেহ রেখে পালানো সেই ক্লিনিক সিলগালা

১৬

‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৭

দেশের সব কলেজকে ‘অতীব জরুরি’ নির্দেশনা

১৮

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

১৯

৪৭তম বিসিএস : এক দিন আগে পরীক্ষা বর্জনের ঘোষণা

২০
X