বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ
শিবগঞ্জ পৌরসভা উপনির্বাচন

সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, আলোচনায় ২ আ.লীগ নেতা

তৌহিদুর রহমান মানিক ও রিজ্জাকুল রহমান রাজু। ছবি : সংগৃহীত
তৌহিদুর রহমান মানিক ও রিজ্জাকুল রহমান রাজু। ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ শনিবার (৯ মার্চ)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এ জন্য শুক্রবার (৮ মার্চ) সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ১১টি কেন্দ্র রয়েছে। সব কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে পুলিশ-প্রশাসন।

নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র তৌহিদুর রহমান মানিক (নারিকেল গাছ), একই কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজু (হ্যাঙ্গার), ওষুধ ব্যবসায়ী হামদান মন্ডল (জগ) ও খালেকুজ্জামান খালেক (মোবাইল ফোন)।

স্থানীয় ভোটাররা জানান, চারজন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত লড়াই হবে তৌহিদুর রহমান মানিক ও রিজ্জাকুল রহমান রাজুর মধ্যে।

শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ জানান, পৌরসভার উপনির্বাচনে মোট ভোটার ১৯ হাজার ৪৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬৩০ জন এবং নারী ভোটার ৯ হাজার ৮৪৩ জন। ইভিএম পদ্ধতিতে ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১টির সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ৯টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন। এ ছাড়া ২ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ, আনছারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে অংশ নিতে শিবগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক। এতে মেয়র পদ শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা চারটি লিগ জয়ীদের এলিট ক্লাবে ম্যানসিটি

হেলিকপ্টার পাওয়ার বিষয়ে যা জানাল রেড ক্রিসেন্ট

রাইসির সঙ্গে হেলিকপ্টারে আর যারা ছিলেন

উন্নয়নের নামে রাতের আঁধারে শাহবাগে গাছ কাটার অভিযোগ

সবশেষ বিহারে ছিলেন এমপি আনার

‘অভিবাসী কর্মীদের জন্য আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার’

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিখোঁজ, যা বলছে যুক্তরাষ্ট্র

স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

তবুও প্রার্থী হলেন সেই নাছিমা মুকাই 

গাজীপুরে কারখানার ১০ তলার ছাদ থেকে লাফিয়ে নারী শ্রমিকের মৃত্যু

১০

রাজশাহীতে আগুনে পুড়ে ছাই ১০ বিঘার পানের বরজ

১১

বিয়েবাড়ি থেকে কনের পিতাকে তুলে নিয়ে টাকা দাবি

১২

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী অফিস ভাঙচুর , এলাকায় উত্তেজনা

১৩

ঈশ্বরদীতে ফেনসিডিলসহ রেল নিরাপত্তা বাহিনীর সিপাহি আটক

১৪

এমপি আনোয়ার খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ

১৫

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

১৬

রাইসির জন্য দোয়ার আহ্বান

১৭

‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় হয়েছে’ 

১৮

প্রিমিয়ার লিগের শিরোপা সিটির কাছেই থাকল

১৯

বাংলাদেশকে লক্কড়ঝক্কড় দেশে পরিণত করেছে আ.লীগ : প্রিন্স

২০
X