রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩৩
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০১:১০ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রমজান উপলক্ষে শরীয়তপুরে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি

রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের তালিকা। ছবি : কালবেলা
রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের তালিকা। ছবি : কালবেলা

পবিত্র রমজানকে সামনে রেখে মাসব্যাপী নিত্যপ্রয়োজনীয় প্রায় ২০টি পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আংগারিয়া ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতি কর্তৃপক্ষ।

সোমবার (১১ মার্চ) সকালে শরীয়তপুরের কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা মাঠে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

তাদের এ কর্মসূচি রমজান মাসব্যাপী চলমান থাকবে। ফলে ক্রেতারা নির্ধারিত জায়গা থেকে এসব পণ্য কিনতে পারবেন। শরীয়তপুরের আংগারিয়া বাজার, কাশিপুর মাদ্রাসা মাঠ থেকে নিয়মিত ক্রেতারা এসব পণ্য কিনতে পারবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানেও এ কার্যক্রম চালু করা হবে বলে জানান সমিতির কর্মকর্তারা।

আংগারিয়া সমিতির তালিকা থেকে জানা গেছে, প্রতি লিটার সয়াবিন তেলের খুচরা মূল্য ১৪০ টাকা যা বাজারমূল্য থেকে পাঁচ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, ১১০ টাকা কেজির মসুর ডাল ৮ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ১০২ টাকায়, ১০৫ টাকা কেজির ছোলাবুট বিক্রি হচ্ছে ৯৬ টাকায়। এ ছাড়া চিনি, চিড়া, মুড়ি, গুড়, লবণ, জিরা, হলুদ ও মরিচ গুঁড়াসহ আরও অনেক পণ্য বাজারমূল্য থেকে ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।

কার্যক্রমের উদ্বোধন করেন, আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি স্বপন হাওলাদার। তিনি বলেন, পবিত্র রমজান মাসে শরীয়তপুরের সাধারণ মানুষকে একটু শান্তি দিতে আমাদের এ ক্ষুদ্র আয়োজন। তবে আমার একার পক্ষে সমগ্র জেলার প্রতিটি এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা কঠিন। তাই আমাদের মতো করে অনান্য প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসত তাহলে ক্রেতাসাধারণ একটু হলেও স্বস্তি পেত।

পণ্য কিনতে আসা বৃদ্ধ মোকলেছুর রহমান মোল্লা বলেন, আমি বুড়া মানুষ, কামাই করতে পারি না। ছেলে কামাই করে যা পাঠায়, তা দিয়ে কষ্ট করে বাজার করে খাই। এখন বাজারে জিনিসপত্রের যে দাম তা শুনলে ভয় লাগে। একজন বললো এখানে কম টাকায় বাজার করা যাবে, এ জন্য এখানে এসেছি।

সমিতির সহসভাপতি নূর হোসেন নয়ন বলেন, রমজান মাস আসলেই নিত্যপণ্যের বাজারে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পায়। অথচ খবরে দেখলাম কাতারে রমজানকে সামনে রেখে ৯০০ পণ্যের দাম কমানো হয়েছে। তাছাড়া কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করেও দাম বাড়িয়ে দিচ্ছে। এ কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে যায়। সে সকল মানুষকে একটু শান্তি দিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১০

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১১

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১২

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৩

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

১৪

আইফোনের জন্য বন্ধুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা

১৬

আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনই অগ্রাধিকার হবে : তারেক রহমান

১৭

এআই ফটোকার্ডের বিভ্রান্তি মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই

১৮

এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তির বিরুদ্ধে : আবু আশফাক

১৯

অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলোচনার ভিডিও ভাইরাল, অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

২০
X