ঝিনাইদহের মহেশপুরের ১৮ মামলায় অর্থদণ্ডাদেশসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি মো. আহসান গীরকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
গ্রেপ্তারকৃত মো. আহসান গীর ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাকিলাদাড়ী গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে।
রোববার (১০ মার্চ) সন্ধ্যায় র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল তাকে ঢাকার ধানমন্ডি আবাহানী মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করে। র্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পলাতক আসামি আহসান গীর ঢাকা মহানগরীর ধানমন্ডি থানাধীন আবাহনী মাঠ এলাকায় অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে র্যাব তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন