ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পাঠাননগর নামক স্থানে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফেনী-ছাগলনাইয়া যাতায়াতের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ৫ জন আহত হয়ে ফেনী সদর হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে আলাউদ্দিন নামে একজনের মৃত্যু হয়।
নিহত আলাউদ্দিন ফেনী পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা এবং তার কলেজ পড়ুয়া এক মেয়ে রয়েছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম জানিয়েছেন, সন্ধ্যায় পাঠান নগর এলাকায় মাইক্রোবাস-সিএনজি দুর্ঘটনায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো থানায় আটক রাখা হয়েছে।
মন্তব্য করুন