বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে কাউন্সিলরের উদ্যোগে পারিবারিক সাশ্রয়ী বাজার চালু

পারিবারিক সাশ্রয় বাজার। ছবি : কালবেলা
পারিবারিক সাশ্রয় বাজার। ছবি : কালবেলা

বরিশাল নগরের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে চালু হয়েছে পারিবারিক সাশ্রয় বাজার। খোলা বাজারে যে দামে বিক্রি হয়, তার চেয়ে কম দামে এখানে পণ্য পাওয়া যায়। যার কারণে প্রথম দিনেই এ বাজার সাড়া ফেলেছে ওয়ার্ডবাসীদের মাঝে। শুক্রবার (১৫ মার্চ) নগরের ব্রাউন কম্পাউন্ড রোডে এ বাজারে বেচা বিক্রি শুরু হয়।

ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদার বলেন, এই বাজারে পণ্যের মূল্য এমন হবে যেন একটি পরিবারের মাসে কম করে হলেও ৩ হাজারের বেশি টাকা সাশ্রয় হয়। সেই হিসাব করেই পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে। আমার লক্ষ্য বা ইচ্ছা হলো সাশ্রয়ের পাশাপাশি মানুষকে ফ্রেস খাবার খাওয়ানো। সে লক্ষ্যেই কাজ করছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে ধীরে ধীরে পুরো বরিশালে এই সাশ্রয় বাজার ছড়িয়ে দেব।

তিনি বলেন, ২০১২ সালে বীর মুক্তিযোদ্ধা বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ঢাকার মোহাম্মদপুরে সাশ্রয় বাজার চালু করেছিলেন। সেটাই আমার প্রেরণার উৎস। আমি তাকে অনুসরণ ও অনুকরণ করে তখন থেকেই মাথায় নিয়েছি বরিশালে এই বাজার চালু করার বিষয়ে। আপাতত আমার নির্বাচিত এলাকা ১৬ নম্বর ওয়ার্ডে শুরু করলাম। ভবিষ্যতে গোটা নগরে ছড়িয়ে দেব। সমাজের নিম্ন ও মধ্যবিত্ত মানুষগুলো একটু ভালো থাকুক এটাই আমার এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য।

বাজারের মাংস বিক্রেতা মো. সুমন জানান, প্রথম দিনে জুমার নামাজের পর বিক্রি শুরু হয়। বিকেল ৪টার মধ্যে ১৪০ কেজি গরুর মাংস বিক্রি করেছেন। বাজারে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭৮০ টাকা। কিন্তু তারা বিক্রি করেছেন মাত্র সাড়ে ৬০০ টাকা দরে। ১৬ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা ছেলেকে কোচিং থেকে নিতে এসে পাশের বাজারে আসেন। এক কেজির গরুর মাংসের দাম মাত্র সাড়ে ছয়শ টাকা দেখে আড়াই কেজি কিনে নিয়েছেন।

বাজার পরিচালনায় থাকা মো. ফেরদৌস জানালেন, এ বাজারে মাছ, মাংস, দুধ, ডিম, শাক সবজি, ফল ও মুদি মালামালসহ একটি পরিবারের নিত্যপ্রয়োজনীয় সব পণ্য রয়েছে। অন্যান্য বাজারের চেয়ে এখানে কম দাম। এ বাজারের পণ্য সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে আনা হয়। গ্রামের প্রান্তিক কৃষকদের কাছ থেকে গরু কেনা হবে। পারিবারিক সাশ্রয় বাজারের প্রবেশ মুখে টানানো রয়েছে পণ্যমূল্যের তালিকা ও অন্যান্য বাজারের একই পণ্যের মূল্যে।

মূল্য তালিকায় দেখা গেছে, অন্যান্য বাজারে কোরাল মাছ প্রতি কেজি ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই মাছ পারিবারিক সাশ্রয়ী বাজারে ৭০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। এ বাজারের প্রতি কেজি গাজর ২৫ টাকা, টমেটো ৫০, লেবু হালি ৪৫, কাঁচামরিচ ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, শশা ৭০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, বেগুন ৭০ টাকা, চাল ৫৫ টাকা, মিনিকেট ৬৮, বেশন ৯৫ টাকা, ছোলা ১০৫, চিনি ১৩৮, সায়াবিন ১৬৪, আদা ১৮০, রসুন ১৯৫, দেশি রসুন ১৩০, পেঁয়াজ ৭২, আলু ৩০, পাবদা মাছ ৩৩০, তেলাপিয়া ২৫০ টাকা ও চিংড়ি মাছ সাড়ে ৭০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেপ্তারের ১০ মিনিট পর হাসপাতালে আসামির মরদেহ ফেলে পালাল পুলিশ

ভারতে না এলে ক্ষতিটা বাংলাদেশেরই, দাবি সাবেক ভারতীয় অধিনায়কের

বিপিএলে টস জিতে বোলিংয়ে চট্টগ্রাম

এই ৪ অভ্যাসে বাড়বে আপনার সন্তানের বুদ্ধি

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য ১৫ দিনের জামিন

জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে

প্রশ্নপত্র ফাঁসের তথ্য জেনেও অনুষ্ঠিত ৭ কলেজের পরীক্ষা, তদন্তে ৩ সদস্যের কমিটি  

আবেগে ভাসলেন রানী মুখার্জি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম : হাসনাত আব্দুল্লাহ

১০

অস্ট্রেলিয়ায় ছড়ি ঘোরাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার 

১১

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

১২

চিনি খাওয়া কমালে কি ক্যানসার প্রতিরোধ হয়? যা বললেন চিকিৎসক

১৩

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহীর মরদেহ উদ্ধার

১৪

জামায়াতকে নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের খবর ইস্যুতে যা বললেন ফরহাদ মজহার

১৫

এক নজরে অস্কার মনোনয়ন

১৬

আইসিসিকে ‘তুলোধুনো’ করলেন উপদেষ্টা ফারুকী

১৭

মুসাব্বির হত্যা : আরেক ‘শুটার’ গ্রেপ্তার

১৮

শুটিং ফেলে হঠাৎ কেন বাংলাদেশে শাকিব খান?

১৯

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলন মাস্কের

২০
X