শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

পানির অভাবে ২ হাজার হেক্টর ধানক্ষেত নষ্টের শঙ্কা

খালে পানি না থাকায় ইছাপুর ও চন্ডিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের ধানক্ষেত শুকিয়ে গেছে। ছবি : কালবেলা
খালে পানি না থাকায় ইছাপুর ও চন্ডিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের ধানক্ষেত শুকিয়ে গেছে। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর রামগঞ্জের ইছাপুর ও চন্ডিপুর ইউনিয়নে চাঁদপুর সেচ প্রকল্প থেকে এন-থ্রি খাল এবং বিএডিসির খালে পানি না আসায় প্রায় দুই হাজার হেক্টর ধানক্ষেত নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

পানির অভাবে অধিকাংশ মাঠ ফেটে গেছে। ফলে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। পানি না থাকায় চারা নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান স্থানীয় কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, নয়নপুর, চন্ডিপুর, নারায়ণপুর, নুনিয়াপাড়া, শ্যামদানপুর গ্রামের অধিকাংশ আবাদি জমি শুকিয়ে গেছে। ধানক্ষেতে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও ধানগাছ পানির অভাবে হলুদ রং ধারণ করেছে। জমির পাশে মূল খালেও পানি নেই।

স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ বলেন, ‘আমার নিজস্ব জমি রয়েছে এক একর। সব জমিতে আবাদ করেছি। কিন্তু পানির অভাবে ধান গাছের চারার রং হলুদ হয়ে যাচ্ছে। খাল সংস্কার ও খনন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই।’

শ্যামদানপুর গ্রামের কৃষক এরশাদ মিয়া বলেন, ‘জমি ও বীজতলা তৈরি, বীজ কেনা, চারা রোপণ, সার ও কীটনাশক বাবদ এ পর্যন্ত কয়েক হাজার টাকা খরচ হয়েছে। এখন পানির অভাবে চারা নষ্ট হয়ে যাচ্ছে।’

কৃষক আবদুল হান্নান বলেন, ‘ধান রোপণের শুরুতে পানি পেয়ে আশায় বুক বেঁধেছি। কিন্তু ধানের চারা সবুজ হওয়ার কিছুদিন পরেই আমাদের আশা ফিকে হতে থাকে। খালে পানি না থাকায় জমিতে সেচ দেওয়া যাচ্ছে না।’

নয়নপুর এলাকার বিএডিসির প্রজেক্ট ম্যানেজার মো. সবুজ বলেন, ‘দীর্ঘদিন আমাদের এলাকার খাল খনন না করা এবং সংযোগ খালগুলো মূল খাল থেকে উঁচু হওয়ার কারণে চাঁদপুর সেচ প্রকল্পের পানি এদিকে আসতে পারে না।’

উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, ‘আমি সভায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নিতে চাঁদপুর সেচ প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন অল্প কিছুদিনের মধ্যে পানির ব্যবস্থা করা হবে।’

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান বলেন, ‘সেচ প্রকল্পটিতে যে পাম্প আছে এটির সক্ষমতা রয়েছে মাত্র ৩০ ভাগ। ৪৫ বছর আগের পুরাতন পাম্পটি কয়েকদিন পর পর অকেজো হয়। খালটি দ্রুত খনন বা সংস্কার করা জরুরি। রামগঞ্জ অঞ্চল থেকে পাম্পের এলাকা কিছুটা নিচু হওয়ার কারণে পানি ঠিকমতো প্রবাহিত হয় না। ফলে এ সমস্যা দেখা দিয়েছে।’

চাঁদপুর পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘দীর্ঘদিন খাল খনন না করা এবং পানির লেয়ার বার বার নেমে যাওয়ায় সমস্যা হচ্ছে। খাল খননের বিষয়ে কর্তৃপক্ষ অবগত। আশা করি অচিরেই সমাধান হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১০

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১১

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১২

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৩

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৪

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৫

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১৬

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৭

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

১৮

এই আলো কি সেই মেয়েটিই

১৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল ও আফরান নিশো

২০
X